২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:২১/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৩:২১ পূর্বাহ্ণ

কাঁদছে আকাশ-বাতাস

     

মো. আলী আশরাফ খান

প্রচণ্ড- দাবদাহে পুড়ে যাচ্ছে কোমল হৃদয়
পাথর-পাথর ঘর্ষণে বাড়ছে আরো আগুন,
কেউ নেই যেন এই ধ্বংসলিলা শুধরাবার
পুুড়ে যাচ্ছে আবালবৃদ্ধবনিতার ঘর-সংসার।

আহ! বিশ্বজুড়ে অগণিত মানুষের বসবাস
কেবল-ই মানবতার বুলির বেসুর আওয়াজ!
নেই-নেই কারো আগুন নেভানোর উদ্যোগ
সবাই খুঁজে নিজেদের স্বার্থ-দিয়ে অপবাদ।

যত দিন যাচ্ছে তত বাড়ছে শিখা লেলিহান
দিগি¦দিক দৌঁড়াচ্ছে আমাদের মানবতার গান,
যেন কেউ শুনতে চায় না-কারো হাহাকার
বাতাসটা বড্ড বৈরি কাঁদছে আকাশ-বাতাস।

তবে কি ধ্বংসের দ্বারপ্রান্তে গৌরবের ইতিহাস
লক্ষ-কোটি প্রাণের দাবি মা-বোনের সম্ভ্রম?
জাগো জাগো জাগো হে তরুণ সময় বয়ে যায়
আগুনে পুড়ছে আমাদের অর্জিত সাধ-আহ্লাদ?

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply