২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:০১/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ

ফজিলা ফাউন্ডেশনের উদ্যোগে দু:স্থ মহিলাদের ফ্রি জরায়ুমূখ ক্যান্সার প্রতিরোধ টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন

     

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর’র সমাজ সেবামূলক প্রতিষ্ঠান “ফজিলা ফাউন্ডেশন” এর উদ্যোগে ৮০ জন দু:স্থ মহিলাদের সম্পূর্ণ ফ্রি জরায়ুমূখ ক্যান্সার প্রতিরোধ টিকা প্রদান করা হয়। টিকাদান কার্যক্রমের এক অনাঢ়ম্বর উদ্বোধনী অনুষ্ঠান গত ৯ ডিসেম্বর হাজী আবদুল মাবুদ সওদাগরের বাড়ীতে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি ইফতেখার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার নিজাম উদ্দিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফজিলা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আলহাজ্ব জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর মোহাম্মদ নুরুল আলম, লায়ন্স জেলা-৩১৫বি এর জেলা গভর্ণর লায়ন মঞ্জুরুল আলম মঞ্জু, বিশিষ্ট চিকিৎসক ও সাবেক চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. নুরুল আলম, বিশিষ্ট চিকিৎসক লায়ন ডা. এম জাকিরুল ইসলাম, ডা. ফরহানা মাবুদ শিলভী, হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জাহাঙ্গির আলম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহিদ হোসেন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ফজিলা ফাউন্ডেশন দু:স্থ মানবতার সেবায় কাজ করে আসছে। এ ফাউন্ডেশনের মাধ্যমে একটি ফ্রি ক্লিনিকসহ কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠান অত্র এলাকার দু:স্থ মানুষের সেবা দিয়ে যাচ্ছে। আগামীতে এসব সেবামূলক কার্যক্রম আরো ব্যাপকভাবে করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। সভাপতির বক্তব্যে ইফতেখার হোসেন বলেন, এ টিকার মাধ্যমে অত্র এলাকার দু:স্থ মহিলাদের সেবা করতে পেরে আমি আল্লাহর শোকরিয়া আদায় করছি। ফজিলা ফাউন্ডেশনের মাধ্যমে আগামীতে খতনা ক্যাম্প, আই ক্যাম্প, পবিত্র রমজানে ইফতার সামগ্রী বিতরণসহ বেশ কিছু কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের এ সব সেবামূলক কার্যক্রমে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। টিকাদান কার্যক্রমে মার্কান্টাইল ব্যাংক, এস এ গ্র“প, হাজী আবদুল মাবুদ ফাউন্ডেশনসহ যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তিনি তাদের ধন্যবাদ জানান এবং আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply