১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৫৩/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৭:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বিলস’র গোলটেবিল আলোচনায় শ্রমিকের অধিকার রক্ষায় মানবাধিকার প্রতিষ্ঠা আজ সময়ের দাবি

     

হোসেন বাবলাঃ৯ডিসেম্বর
চট্টগ্রামে বাংলাদেশ ইনিষ্টিটিউট অফ লেবার স্ট্যাাটিজ (বিলস)’র উদ্যোগে আজ ৯ডিসেম্বর শনিবার বিকেলে নগরীর এশিয়ান এস.আর হোটেলে গোলটেবিল আলোচনায় শ্রমিক নেতৃবৃন্দরা বলেন, শ্রমিকের অধিকার রক্ষায় মানবাধিকার প্রতিষ্ঠা সময়ের দাবি।শ্র্রম আইন ও ন্যায্য অধিকার বাস্তবায়নে সকল শ্রমিক সম্প্রদায় কে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের বিকল্প নেই বলে সভাতে জানান। এছাড়া গামের্ন্টস শিল্পে নারীর প্রতিনিধিত্ব এবং সকল নির্যাতিত শ্রমিকদের পাশে শ্রমিক সংগঠন গুলো কে এক যোগে কাজ করার দৃঢ় আহবান করেন।
কেন্দ্রিয় শ্রমিক নেতা ও বিলস’র নির্বাহী উপদেষ্টা আলহাজ¦ সফর আলী’র সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় অংশ নেন-বিভাগীয় শ্রমিক নেতা, বিলস’র নির্বাহী পরিচালক আলহাজ¦ এম. নাজিম উদ্দিন, শিপ ব্রেকিং শিল্প শ্রমিক সংগঠনের আহবায়ক তপন দাশ, আপতেঙ্গা-হালিশহর শিল্পাঞ্চলের যুগ্ন সম্পাদক,বিশিষ্ট শ্রমিক নেতা,লেখক ও বিজ্ঞ আইনজীবী মোঃ জানে আলম,চবি’র আইন বিভাগের অধ্যাপক মোঃশাহিন চৌধুরী, শ্রমিক নেতা মছিউদৌলা ,বন্দর শ্রমিক নেতা কাজী শেখ নুরুল্লাহ বাহার,ডিসি’র প্রতিনিধি রাজু বড়–য়া ।
গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রেড ইউনিয়ন চট্টগ্রাম জেলার নেতা ফজলুল কবির মিন্ঠু। এর উপর আলোচনায় আরো অংশ নেন সংগঠক পাহাড়ী ভট্রাচায্য, বিলস’র তথ্য অফিসার ফেরদৌসী আরা,নারী নেত্রী শাহনেওয়াজ চৌধুরী, চবি’র ছাত্র্র প্রতিনিধি আব্দুল মান্নান,ব্লাষ্টের প্রতিনিধি শারমিন আক্তার,শ্রমিক প্রতিনিধি নুরুল ইসলাম চৌধুরী। নেতৃবৃন্দরা বিশ^ মানবাধিকার প্রতিষ্ঠায় শ্রমিকদের বিষয়টি সর্বাগ্রে অগ্রগন্য করতে বিলস’র কার্যক্রম কে আরো গতিশলী করার অনুরোধ জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply