১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৩০/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৭:৩০ পূর্বাহ্ণ

গাইড বই নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষার্থীদের বের করতে হবে, অবশ্যই ১০টা থেকে ৪টা পর্যন্ত শিক্ষকদের মোবাইল বন্ধ থাকতে হবে -এমপি সামশুল হক চৌধুরী

     

 

পটিয়ার কেলিশহর ক্লাষ্টারের রতনপুর মৈতলা সরাকরী প্রাথমিক বিদ্যালয়, রতনপুর দিঘীরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোয়ালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছত্তরপিটুয়া শফিকুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এই ৫টি বিদ্যালয়ের সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভা ও মা সমাবেশ উপজেলা শিক্ষা অফিসার মোতাহার বিল্লার সভাপতিত্বে এবং সকু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, পটিয়া-১২ আসন এবং প্রাথমিক ও গণশিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোজাহেরুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ, কেলিশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজ কান্তি সেন (নান্টু), সহকারী উপজেলা অফিসার সৈয়দ আবু সুফিয়ান এবং বিভিন্ন বিদ্যালয় হতে আগত বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতিবৃন্দ এবং প্রধান শিক্ষকগণ, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মান সম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের এলাকাবাসী এবং মাদেরকে প্রধান ভূমিকা রাখতে হবে। শিক্ষকদের উদ্দেশ্য শিক্ষার্থীরা যদি গাইড বই অনুশীলন করে তাহলে শিক্ষকের দরকার নাই ও অবশ্যই ১০টা থেকে ৪টা পর্যন্ত শিক্ষকের মোবাইল বন্ধ থাকতে হবে এবং আমার গোপন মোবাইলটিম আপনাদের তদারকিতে থাকবে, যদি কোন শিক্ষক ১০টার পরে বিদ্যালয়ে উপস্থিত হয় তাহলে অবশ্যই একদিনের অনুপস্থিতি হিসেবে গণ্য হবে। এবং যদি মোবাইলে ক্লাসে কথা বলে তাহরে তাকে প্রমাণ সাপেক্ষে সাসপেন্ড করা হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply