২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৫:৩৮/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৫:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশের স্বাধীনতা ভাষা আন্দোলনেরই সুদুরপ্রসারী ফল-আবদুচ ছালাম

     

 

পশ্চিম ষোলশহরস্থ নাজিরপাড়া শ্যামলী আ/এ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম বলেন, ভাষা আন্দোলন থকে স্বাধীকার এবং স্বাধীকার থেকে স্বাধীনতা সংগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত বঙ্গন্ধু শেখ মুজিবর রহমান মহান স্থপতির ভূমিকা পালন করে আমাদেরকে একটি স্বাধীন জাতি হিসেবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছেন। পরবর্তীতে তারই সুযোগ্য কন্যা বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক ২১শে ফেব্র“য়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে অধিষ্ঠিত করেন। আওয়ামীলীগ নেতা মো. ইদ্রিসের সভাপতিত্বে ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি দেলোয়ার হোসেন বাবুল ও স্বেচ্ছাসেবকলীগ নেতা গিয়াস উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগ সদস্য ও সাবেক কাউন্সিলর মো. এয়াকুব, ওয়ার্ড আওয়ামলীগ সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক এম.এ. রহিম, এ ইউনিট আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম সর্দার, স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল রশীদ পারভেজ, যুবলীগ নেতা দিদারুল আলম, দিদার মির্জা, ইসকান্দর এস্কো, মো. ফরিদ, লোকমান খাঁন, জাহাঙ্গীর আলম সর্দার, মৌলভী তাজুল ইসলমা, এডভোকেট তসলিম উদ্দিন, মো. জাহেদ, নুরতাজ বেগম, জাহেদুল আলম, নজির খাঁন, আজমল খাঁন, চন্দ্র কুমার শীল, আব্দুল হাই মাস্টার, ইসমাইল ফরিদ, ইকবাল হোসেন, নিজাম উদ্দিন খোকন, শাহেদুল ইসলাম, মো. সিরাজ, মুসলিম খাঁন, গোলাম মোস্তাফা জাবেদ, ওমর ফারুক সুমন, নুরুল বশর বিপুল প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

Leave a Reply