২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ২:১১/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ২:১১ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত সমন্বয় কমিটির বিবৃতি মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক পবিত্র জেরুজালেমকে ইসরাঈলের  রাজধানী স্বীকৃতি প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ

     

 

 

মার্কিন যুুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী স্বীকৃতি প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটি। আজ ৭ ডিসেম্বর বৃহস্পতিবার একযুক্ত বিবৃতিতে আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক আল্লামা এম এ মতিন ও সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতেয়ার বলেন, মধ্যপ্রাচ্যের শুধু ফিলিস্তিনের নয়, জেরুজালেমে সারা বিশ্বের মুসলমানদের অতি পবিত্রতম স্থান প্রথম কিবলা পবিত্র বায়তুল মোকাদ্দাস অবস্থিত। আধিপত্যবাদি দখলদার ইসরাঈলী ইহুদিরা মুসলমানদের এ পবিত্র ভূমি দখল করে যুগ যুগ ধরে ফিরিস্তিনি মুসলমানদের হত্যা করছে।  যুক্তরাষ্ট্রের এ উস্কানিমূলক ঘোষনা ও সিদ্ধান্তের ফলে দখলদার ইহুদিরা আরো বেপরোয়া হয়ে যাবে। ফলে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া আরো বিঘ্নিত হবে। মুসলিমবিশ্বে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের উস্কানিমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখতে হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply