২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৩৪/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ

সুন্দরগঞ্জে কৃষি ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তদের কর্মকান্ড পরিদর্শনে নেদারল্যান্ড এম্বাসির প্রতিনিধি দল

     

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তদের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেছেন নেদারল্যান্ড এম্বাসির প্রতিনিধি দল। বুধবার উপজেলার রামজীবন ইউনিয়নের সুবর্নদহ বহুমুখি কৃষি উন্নয়ন দল, শ্রীপুর ইউনিয়নের ওষুধি গাছ উৎপাদন দল এবং ধর্মপুর বণিক সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন প্রতিনিধি দল। এনজিও সংস্থা এসকেএস ফাউন্ডেশনের এমএম ডাব্লিউ ডাব্লিউ প্রকল্পের আওতায় গঠিত বিভিন্ন উন্নয়ন দলের কর্মকান্ড, মৎস খামার, গরুর খামার ,মুরগীর খামার,গাছ উৎপাদন পরিদশন করেন নেদারল্যান্ড এম্বাসির ফাস্ট সেক্রেটারি দার্ক এডেমা, ফুড সিকিউরিটি সিনিয়র এ্যাডভাইজার একে ওসমান হারুনী। এসময় উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশনের সহকারি পরিচালক(উন্নয়ন) জাহিদ সরোয়ার সোহেল,থানার এস আই কাইয়ুম, এসকেএস ফাউন্ডেশনের এমএম ডাব্লিউ ডাব্লিউ প্রকল্পের সমন্বয়নকারি কৃষিবিদ জামাল উদ্দিন, টিডিসিও নাহিদ নেওয়াজ, রামজীবন ইউপি চেয়ারম্যান খন্দকার মিজানুর রহমান, সাংবাদিক এ মান্নান আকন্দ, মোঃ আনিসুর রহমান আগুন,ইউপি সদস্য আব্দুস সালাম বসুনিয়া,সাবেক সদস্য ময়নুল হোসেন, প্রমুখ। সুবর্নদহ কৃষি দলের সদস্য আব্দুল আজিজ মন্ডল সাজু মিয়ার মৎস,মুরগী এবং গরুর খামার দেখে প্রসংসা করেন প্রতিনিধি দল। পরে প্রতিনিধি দল ধর্মপুর বাজারে নারী বান্ধাব মার্কেট সেড নির্মানের বিষয় নিয়ে বণিক সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply