২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৩৯/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ

বাউল কামাল পাশার ১১৫ তম জন্মবার্ষিকী ৬ ডিসেম্বর 

     

সুনামগঞ্জ সংবাদদাতা 

৬ ডিসেম্বর বাংলাদেশের মরমী সংস্কৃতির উজ্জল নক্ষত্র,ঐতিহাসিক নানকার আন্দোলনের বিপ্লবী নায়ক,ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের মহান সংগঠক মরহুম বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) এর ১১৫ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ৬ ডিসেম্বর বুধবার বিকাল ৩ টা হতে রাত ১০টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাউল কামাল পাশার জন্মবার্ষিকীর এ অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করবেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম। আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখবেন সুনামগঞ্জ মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শাহানা রব্বানীসহ আমন্ত্রিত জনপ্রতিনিধি, সংস্কৃতানুরাগী লেখক,সাংবাদিক ও সাহিত্যিকগণ। অনুষ্ঠানে বাউল কামাল পাশার গান পরিবেশন করবেন সিলেট সুনামগঞ্জ ও দিরাই থেকে আগত বাউল শিল্পীবৃন্দ।৬ ডিসেম্বর বুধবার বিকাল ৩ টা হতে রাত ১০ টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে বাউল কামাল পাশার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সুনামগঞ্জের সকল শ্রেণি পেশার সংস্কৃতিসেবীদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন,আয়োজক সংগঠন “বাউল কামাল পাশা স্মৃতি সংসদ,সুনামগঞ্জ” এর প্রতিষ্ঠাতা আহবায়ক,সাংবাদিক বাউল আল-হেলাল।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply