২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ৭:২৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:২৬ পূর্বাহ্ণ

বিশ্বমানবতার ক্রান্তিকালে বিশ্বনবীর শুভাগমন ছিলো জগৎবাসীর জন্য আর্শীবাদ স্বরূপ

     

মানবতা যখন ভুলুণ্ঠিত, নির্যাতিত, নিষ্পোষিত, সমাজের সবত্র অন্যায়, অনাচার, পাপাচার, ব্যভিচার, কুফর, শির্ক, বিদআত ও কুসংস্কারের অমানিশায় বিশ্ব যখন আচ্ছাদিত, এমন এক নাজুক সন্বিক্ষণে সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিশ্বমানবজাতির নৈতিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে মানবতার কান্ডারী, মুক্তির দিশারী সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠতম আদর্শ মহানবী (দ.)’র ধরাধমে শুভাগমন ছিলো জগৎবাসীর জন্য আর্শীবাদ স্বরূপ। মুসলিম উম্মাহর এ সঙ্কটকালে বিশ্ববাসী ন্যায়নীতি ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রয়োজনে মহানবীর জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই। গত ৩ ডিসেম্বর রবিবার সৈয়্যদপাড়া ইমাম আযম আবু হানিফা (রাহ.) সংঘ কর্তৃক আয়োজিত পবিত্র মিলাদুন্নবী (দ.) মাহফিলে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। পালেগ্রাম সৈয়্যদ পাড়া ইসলামী কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাকিম। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পালেগ্রাম হাকিম মিয়া শাহ্ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মীর আহমদ আনছারী। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, হালিশহর তৈয়্যবিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সাইফুল্লাহ খালেদ আলকাদেরী। বিশেষ আলোচক ছিলেন পালেগ্রাম হাকিম মিয়া শাহ্ সিনিয়র মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওলানা হারুনুর রশিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক জুবাইর জসিম, স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদ, শিক্ষাবিদ আতাউর রহমান, প্রবাসী জসিম উদ্দিন, বিশিষ্ট অনুবাদক ও লেখক মাওলানা আব্দুল মজিদ, মিডিয়া নাত শিল্পী শায়ের আবছার রেযা কাদেরী, মুহাম্মদ নাছির উদ্দিন, সংগঠনের সভাপতি মুহাম্মদ শাহেদুল ইসলাম, সৈয়্যদ মুহাম্মদ নয়ন, মিনহাজ, এমরান, মাহমুদ, মিশকাত, রেফাঈ, শাহাদাত, আনিস, ছাবের, তোহা, মিজবাহ, আয়াজ প্রমুখ। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া, মিলাদ ও মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।
ীবাদ স্বরূপ
মানবতা যখন ভুলুণ্ঠিত, নির্যাতিত, নিষ্পোষিত, সমাজের সবত্র অন্যায়, অনাচার, পাপাচার, ব্যভিচার, কুফর, শির্ক, বিদআত ও কুসংস্কারের অমানিশায় বিশ্ব যখন আচ্ছাদিত, এমন এক নাজুক সন্বিক্ষণে সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিশ্বমানবজাতির নৈতিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে মানবতার কান্ডারী, মুক্তির দিশারী সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠতম আদর্শ মহানবী (দ.)’র ধরাধমে শুভাগমন ছিলো জগৎবাসীর জন্য আর্শীবাদ স্বরূপ। মুসলিম উম্মাহর এ সঙ্কটকালে বিশ্ববাসী ন্যায়নীতি ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রয়োজনে মহানবীর জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই। গত ৩ ডিসেম্বর রবিবার সৈয়্যদপাড়া ইমাম আযম আবু হানিফা (রাহ.) সংঘ কর্তৃক আয়োজিত পবিত্র মিলাদুন্নবী (দ.) মাহফিলে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। পালেগ্রাম সৈয়্যদ পাড়া ইসলামী কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাকিম। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পালেগ্রাম হাকিম মিয়া শাহ্ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মীর আহমদ আনছারী। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, হালিশহর তৈয়্যবিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সাইফুল্লাহ খালেদ আলকাদেরী। বিশেষ আলোচক ছিলেন পালেগ্রাম হাকিম মিয়া শাহ্ সিনিয়র মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওলানা হারুনুর রশিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক জুবাইর জসিম, স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদ, শিক্ষাবিদ আতাউর রহমান, প্রবাসী জসিম উদ্দিন, বিশিষ্ট অনুবাদক ও লেখক মাওলানা আব্দুল মজিদ, মিডিয়া নাত শিল্পী শায়ের আবছার রেযা কাদেরী, মুহাম্মদ নাছির উদ্দিন, সংগঠনের সভাপতি মুহাম্মদ শাহেদুল ইসলাম, সৈয়্যদ মুহাম্মদ নয়ন, মিনহাজ, এমরান, মাহমুদ, মিশকাত, রেফাঈ, শাহাদাত, আনিস, ছাবের, তোহা, কামনা করে দোয়া, মিলাদ ও মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply