২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৪১/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৬:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম নোয়াখালী ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা দল পরবর্তী রাউন্ডে উন্নতিচট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল উদ্বোধন

     

ক্রীড়া প্রতিবেদন
বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিক উদ্বোধন ৩ বিকাল ৩টায় এম.এ. আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার চট্টগ্রাম মোঃ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুম দেওয়ান, অতিরিক্ত ডিআইজি, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহম্মদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ সুলতান মিয়া, উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগাধীন বিভিন্ন জেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে অনুষ্ঠান ও খেলা উপভোগ করেন।
উদ্বোধনী দিনের গ্রুপ পর্বের খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ৩টি জেলা দল অংশ গ্রহণ করে। দুপুর ১২টায় কক্সবাজার জেলা দল খাগড়াছড়ি জেলা দলকে ৪-০ গোলে, দুপুর ০১.৩০টায় চট্টগ্রাম জেলা দল ৬-০ গোলে লক্ষ্মীপুর জেলা দলকে এবং বিকাল ৩টায় রাঙ্গামাটি জেলা দল ফেনী জেলা দলকে ২-০ গোলে পরাজিত করেছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর গ্রুপ পর্বের খেলায় দুপুর ১২টায় নোয়াখালী জেলা দল ৪-১ গোলে রাঙ্গামাটি জেলা দলকে, দুপুর ১.৩০টায় কুমিল্লা জেলা দল বান্দরবান জেলা দল এর বিরুদ্ধে ওয়াক ওভার লাভ করে। বিকাল ৩টায় ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা দল ট্রাইব্রেকারে চট্টগ্রাম জেলা দলকে ৪-১ গোলে পরাজিত করে।

৪ ডিসেম্বরকোয়ার্টার ফাইনাল খেলা:

৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে উভয় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা আরম্ভ হবে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এ কক্সবাজার জেলা দল বনাম ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা দল, চট্টগ্রাম জেলা দল বনাম চাঁদপুর জেলা দল, রাঙ্গামাটি জেলা দল বনাম বান্দরবান জেলা দল, এবং নোয়াখালী জেলা দল বনাম কুমিল্লা জেলা দল খেলবে।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা দল বনাম চাঁদপুর জেলা দল, কুমিল্লা জেলা দল বনাম খাগড়াছড়ি জেলা দল, নোয়াখালী জেলা দল বনাম লক্ষ্মীপুর জেলা দল এবং কক্সবাজার জেলা দল বনাম ফেনী জেলা দল খেলবে।

About The Author

শেয়ার করুনঃ