২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৫:১১/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ

লামায় (সেইপ) অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

     

 

ফরিদ উদ্দিন, লামা প্রতিনিধি 

লামায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর মঙ্গলবার উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল। প্রধান অথিতি ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াই নু অং চৌধুরী। দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ কর্মসূচী বাস্তবায়ন করছেন। কর্মসূচী সূত্রে জানাগেছে, ২০২০ সালের মধ্যে ৫ লক্ষ জনবলকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সেইপ প্রোগ্রাম কডিনেটর জিয়া উদ্দিন-এর সঞ্চালনায় অর্ধদিবস ব্যাপি অবহিতকরণ কর্মসূচীতে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষণের উল্লেখযোগ্য বিষয় নিয়ে রেডিও, টিভিতে প্রচারাভিযানের ভিডিও চিত্র ও রেডিও জিঙ্গেল প্রদর্শন করা হয়।
সমাজের মধ্যবিত্ত, শিক্ষিত, অর্ধ শিক্ষিত, অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবন্ধি, নৃ-গোষ্ঠি, ৩০% নারীর অংশ গ্রহন নিশ্চিত করা হচ্ছে এই প্রশিক্ষণ কর্মসূচীতে। প্রশিক্ষণ চলাকালে ভাতা প্রদান, প্রশিক্ষণ শেষে ৭০% চাকুরীর সুযোগ রাখা হয়েছে বলে সূত্রে জানাযায়। শিল্প প্রতিষ্ঠানের চাহিদার আলোকে বেসরকারি পর্যায়ে ১২ ইন্ড্রাস্ট্রি আ্যাসোসিয়েশন, সরকারি পর্যায়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধিন বিভিন্ন কারিগরী প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগ তাদের সহযোগি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন, প্রশিক্ষনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করছেন। মোট ৩৭টি ট্রেডের উপর এই প্রশিক্ষণ হচ্ছে। এর মধ্যে অগ্রাধিকার ক্ষেত্র সমুহ হচ্ছে; তৈরি পোষাক ও টেক্সটাইল, নির্মাণ (কনস্ট্রাকশন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, লাইট ইঞ্জিনিয়ারিং, জাহাজ নির্মাণ, চামড়া ও পাদুকা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি, এগ্রো ফুড্ প্রসেসিং, নার্সিং এন্ড হেল্থ টেকনোলজি।

অনুষ্ঠানে উপজেলার সরকারি বে-সরকারি বিভাগীয় প্রধান, শিক্ষক, সাংবাদিক, নারী ফেরাম ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

শেয়ার করুনঃ

Leave a Reply