২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৪:৩৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ

সিরিয়ার রুশ বিমান হামলায় ২১ শিশুসহ নিহত ৫৩

     

সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের দখলে থাকা একটি গ্রামের ‘আবাসিক এলাকায়’ রবিবার ভোরে রাশিয়ার বিমান হামলায় ২১ শিশুসহ কমপক্ষে ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একটি পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক ব্রিটিশভিত্তিক সিরিয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজোর প্রদেশের আল-শাফাহ গ্রামে এ বিমান হামলা চালানো হয়। প্রাথমিকভাবে রাশিয়ার এ বিমান হামলায় নিহতদের সংখ্যা ৩৪ বলা হলেও ধ্বংসস্তূপের ভিতর থেকে আরো অনেক লাশ উদ্ধার হওয়ায় এ সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়ায়।
মানবাধিকার বিষয়ক সিরিয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান এএফপি’কে বলেন, ‘দিনব্যাপী উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপ সরানোর পর এ সংখ্যা বৃদ্ধি পায়।’ তিনি আরো জানান, একটি ‘আবাসিক এলাকায়’ এ বিমান হামলা চালানো হয়। এতে কমপক্ষে আরো ১৮ জন আহত হয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র দেশ রাশিয়া। ফলে মস্কো ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে আসাদ সরকারের সমর্থনে সামরিক হস্তক্ষেপ শুরু করে। পর্যায়ক্রমে ভূ-খণ্ড পুনর্নিয়ন্ত্রণ নিতে এটি দামেস্ককে সহায়তা করে। সিরিয়ার দেইর ইজোর হচ্ছে আইএস জিহাদিদের দখলে থাকা সর্বশেষ ভূ-খণ্ডগুলোর অন্যতম। পর্যবেক্ষণ সংস্থা জানায়, বর্তমানে দেইর ইজোরের মাত্র নয় শতাংশ জিহাদিদের দখলে রয়েছে। উল্লেখ্য, ২০১১ সালের মার্চ মাসে সিরিয়া সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত তিন লাখ ৪০ হাজারের বেশী লোক প্রাণ হারিয়েছে। এএফপি।
শেয়ার করুনঃ

Leave a Reply