২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:০৯/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ’র বিবৃতি গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলসহ গ্যাস সংকট নিরসণে কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবী

     

 
গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলসহ নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট গ্যাস সংকট নিরসণে দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন, চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও প্রগতিশীল সংবাদপত্র পাঠক লেখক ফোরাম। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. এনামুল হক লিটন, সাধারণ সম্পাদক সাহেনা আক্তার হেনা, সহ-সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা ও কার্যকরি সদস্য মো. কামাল হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন, বার-বার গ্যাসের মূল্যবৃদ্ধিতে এমনিতেই সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত হচ্ছে। তার উপর আবার সৃষ্ট গ্যাস সংকটে নাগরিক জীবন বিষিয়ে উঠেছে। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে নগরীর আগ্রাবাদ, কাজীর দেউরী, হালিশহর, বাকলিয়া, পাঁচলাইশ-বায়েজিদসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাস থাকে না। এছাড়া কখনো-কখনো গ্যাস থাকলেও প্রেসার কম থাকার কারণে রান্না করা সম্ভব হয় না। ফলে বাসা-বাড়িতে দিনের খাবার রাতে রান্না করে রাখতে হয়। দীর্ঘদিন ধরে এই গ্যাস সংকট দেখা দেয়ায় সাধারণ মানুষ চরম দূর্ভোগের শিকার হচ্ছে। বর্তমানে সৃষ্ট গ্যাস সংকট সমাধান না করে আবারো গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক দাবী করে তাঁরা গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলসহ সৃষ্ট গ্যাস সংকট নিরসণে দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবী জানান।

শেয়ার করুনঃ

Leave a Reply