২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ৭:৩৩/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:৩৩ পূর্বাহ্ণ

দাউদকান্দির বারপাড়ায় গণতন্ত্রচর্চায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

     

নিজস্ব প্রতিনিধি
আজ সকালে দাউদকান্দির বারপাড়ায় গণতন্ত্রচর্চায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দাউদকান্দির বারপাড়া (প.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণতন্ত্রচর্চচায় এক ব্যতিক্রমী স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনানুযায়ী সারা দেশের ন্যায় দাউদকান্দিতেও প্রাথমিক শিক্ষা সমাপানী পরীক্ষায় ২য় স্থান অধিকারী উপজেলার বারপাড়া (প.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হল।
এ নির্বাচনে ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ১৩ জন প্রতিদ্বন্দ্বি ছিল। এদের মধ্যে ৩য় শ্রেণির মোস্তাকিম, অধরা, তামান্না রহমান তিশা, সোহাগী আক্তার; ৪র্থ শ্রেণি থেকে মোঃ শাজিদ, মোঃ ই¯্রাফিল, সাবরীন আক্তার, সেফা মারওয়া সুস্মী এবং ৫ম শ্রেণি থেকে আরাফাত, মাহিয়া জেবা, তাহতিমা সুলতানা, আঁিখ আক্তার ও মারুফা আক্তার নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে মোট ২৮৮ জন ভোটারের ভোট প্রদানের মাধ্যমে স্টুডেন্ট কাউন্সিলর র্নিবাচিত হয় ৩য় শ্রেণির তামান্না রহমান তিশা, সোহাগী আক্তার; ৪র্থ শ্রেণি থেকে মোঃ ই¯্রাফিল, সাবরীন আক্তার; ৫ম শ্রেণি থেকে আরাফাত, মাহীয়া জেবা, তাহতিমা সুলতানা, আঁিখ আক্তার।
এ নির্বাচন সম্পর্কে বারপাড়া (প.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল আলম বলেন,‘অত্যন্ত শিক্ষণীয় এ কাউন্সিল নির্বাচনে ছাত্রছাত্রীরা উৎসবমূখর পরিবেশে অংশ নেয়।’ তিনি আরো বলেন,‘ কাছাকাছি সময়ে নির্বাচিত কাউন্সিলরগণ একজন প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন’।

শেয়ার করুনঃ

Leave a Reply