২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৫:১৪/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিকী কর পুনঃমূল্যায়ন বিষয়ে আপিলকারীদের রিভিউ বোর্ডের শুনানীতে ২৬০ জন হোল্ডারের আপত্তি নিষ্পত্তি শেষে ভেল্যু কমেছে ৭১.৬৯%

     

১৩ নভেম্বর ২০১৭ খ্রি. সার্কেল-৮ এর আপিলকারীদের আপিল নিষ্পত্তির জন্য সকাল ১১ টা থেকে রিভিউ বোর্ড এর কার্যক্রম শুরু হয়। আজ ২৬০টি আপত্তি নিষ্পত্তি করা হয়েছে। আজকের শুনানীতে আপিল রিভিউ বোর্ডে উপস্থিত হওয়ার জন্য ২৮১ জন হোল্ডার এর নিকট পত্র প্রেরণ করা হলে তন্মোধ্যে ২৬০ জন হোল্ডার আপীল রিভিউ বোর্ডে শুনানীর জন্য উপস্থিত হন। আপীল রিভিউ বোর্ড হোল্ডারদের আপত্তি আমলে নিয়ে নির্ধারিত ভেল্যু থেকে গড়ে ৭১.৬৯% ছাড় দিয়েছে। এছাড়াও আপিল রিভিউ বোর্ড ১৫ জন গরীব হোল্ডারকে বছরে নামমাত্র ৫১ টাকা হোল্ডিং ট্যাক্স ধার্য্য করে দিয়েছে। আপিল রিভিউ বোর্ড ২৬০ জন হোল্ডারের অ্যাসেসমেন্ট ভেল্যু ৪ কোটি ৬৯ লক্ষ ৯৮ হাজার টাকা থেকে কমিয়ে ১ কোটি ৩৩ লক্ষ ৭ হাজার ১ শত টাকা ভেল্যু ধার্য্য করেছে। ফলে এ্যাসেসমেন্ট ভ্যালু থেকে ৩ কোটি ৩৬ লক্ষ ৯০ হাজার ৯ শত টাকা ভেল্যু কমেছে। আপিল রিভিউ বোর্ড দু’ভাগে বিভক্ত হয়ে শুনানীতে অংশ নেন। মেয়র দপ্তরে অনুষ্ঠিত শুনানীতে সভাপতিত্ব করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তরে রিভিউ বোর্ডের শুনানীতে মেয়রের পক্ষে সভাপতিত্ব করেন কাউন্সিলর হাবিবুল হক। আপিল রিভিউ বোর্ড সদস্য প্রকৌশলী এম.আবদুর রশিদ, এডভোকেট চন্দন বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, কর কর্মকর্তা ও উপ কর কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Reply