২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৪৯/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৭:৪৯ পূর্বাহ্ণ

৪র্থ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বক্তারা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রেখেছেন

     

 

 

তমদ্দুনী সাহিত্য মজলিস চট্টগ্রাম এর উদ্যোগে ১২ নভেম্বর রবিবার বিকেলে প্রখ্যাত শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ হাকিম মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ (রহ.) এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল চট্টগ্রাম নগরীর কেসিদে রোডস্থ ইসলামাবাদ হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মজলিসের সাধারণ সম্পাদক ইতিহাস গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীনের সভাপতিত্বে এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন সংবাদ পত্র পাঠক সমিতির কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস.এম. জামাল উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলদেশ কবিয়াল সমিতির সাধারন সম্পাদক কবিয়াল নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন একেএম আবু ইউসুফ, অমর কান্তি দত্ত, প্রাবন্ধিক আবদুল্লাহ মজুমদার, কবি কামাল পারভেজ, রফিকুল ইসলাম, লায়ন আবু তাহের, মরহুমের পুত্র বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহমুদুল হাসান নিজামী প্রমূখ। সভায় বক্তারা বলেছেন, খ্যাতিনামা শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ (রহ.) শিক্ষাবিস্তারে ব্যাপক অবদান রেখেছেন। তিনি সৎ ও নীতিবান ছাত্র তৈরিতে অসামান্য অবদান রয়েছে। দ্বীন ও ইসলামের প্রচার প্রসারে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ (রহ.) কাজ করে স্মরণীয় হয়েছেন। চট্টগ্রাম জেলা, সন্দ্বীপ, রাঙামাটি সহ দেশের বিভিন্ন অঞ্চলে তিনি শিক্ষকতা করেছেন এবং অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠায় অবদান রাখেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও বিশেষ মুনাজাতের মাধ্যমে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply