২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:০৬/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ণ

হাসনে হেনা বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ভাষা শহিদের মর্যাদা অক্ষুন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব

     

চট্টগ্রাম নগরীর বাকলিয়াস্থ হাসনে হেনা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, শহিদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য এস এম সোহরাব হোসেন এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনে হেনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব এস. এ. এম. শাহাদাত হোসাইন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য হোসাইন মোহাম্মদ তানজিম, অভিভাবক সদস্য চন্দন কুমার ধর, এস এ এম শফি আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আলী, ইতিহাস গবেষক সোহেল মো. ফখরুদ-দীন, সাংবাদিক এ কে এম আবু ইউসুফ, ফতেহ আলী ফাউন্ডেশনের সভাপতি শহিদুল ইসলাম মুন্দার, সৈয়দ কুতুব উদ্দিন, চিত্র সাংবাদিক নেজাম উদ্দিন, অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ ইসহাক, হাসিনা বিবি, সৈয়দ ইসমাইল, খালেদা আকতার, সৈয়দ জাহাঙ্গীর, জয়নাব বেগম, সৈয়দ সাহাঙ্গীর, আসমা খানম, সৈয়দ নেজাম উদ্দিন, সৈয়দ ইদ্রিছ, শাহানাজ আকতার, বিদ্যালয় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শিপ্রা দাশ, সিনিয়র শিক্ষক রুফিয়ান জান্নাত, সৈয়দা শাহীনুর পারভীন, সীমা দাশ, মুক্তা আচার্য, কনিকাময়ী পাল, শাহানা আকতার, হারাধন চন্দ্র শূর, নুরুল কাদের ও গার্লস গাইডের শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন পিউ সেন, মুক্তা শীল, রুমঝুম সুলতানা পুষ্পা, মনি শীল, নাসরিন আকতার, রিয়া আকতার প্রমুখ। প্রধান অতিথি আলহাজ্ব এস. এ. এম. শাহাদাত হোসাইন তাঁর বক্তব্যে বলেন, ভাষা শহিদের মর্যাদা অক্ষুণœ রাখা আমাদের নৈতিক দায়িত্ব। রক্তের বিনিময়ে অর্জিত এই মাতৃভাষা সর্ব আঙিনায় এর চর্চা অপরিহার্য। কোন কিছুর বিনিময়ে এই অর্জিত ভাষাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। শিক্ষার্থীরা ভাষা দিবসের বক্তব্য প্রদানে অনুষ্ঠানের সভাপতি তাদের ধন্যবাদ ও উৎসাহ প্রদান করেন

 

 

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply