২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:৪২/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব সভাপতি এম. আলী হোসেনের মাতৃবিয়োগে শোক সভা

     

মাতৃভক্তি আছে এমন লোকেরা বেশী লাভবান হয়। দুনিয়ার মধ্যে মায়ের মতো আপনজন আর কেউ নেই। মা পৃথিবীর আল্লাহর অন্যতম নেয়ামত। যার মা নেই সেইই বুঝে মা আসলে কেমন। মায়ের কাছে ছেলের নির্ভরতা অবশ্য প্রমানযোগ্য বাস্তব বিষয়।মা হারানোর বেদনা সেই জানে যেই মা হারিয়েছেন । আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি ও  চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের আহবায়ক এম. আলী হোসেন এর মা মাবিয়া খাতুনের মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত শোক সভায় আলোচকগণ এসব কথা বলেন।

লেখক ও গবেষক মাহমুদুল হক আনচারীর কোরান তেলোয়াতের মাধ্যমে  শুরু  ও মুনাজাতের সভা শেষ হয়। এই শোক সভায় এম. আলী হোসেন সভাপতিত্ব করেন। শোক সভাটি সঞ্চালন করেন ন্যাশনাল নিউজের সম্পাদক কাজী হুমায়ন কবীর। সভায় মা বিষয়েও এম.আলী হোসেনের মা মাবিয়া খাতুনকে নিয়ে স্মৃতিচারণ করেন। আলোচনায় অংশ নেন চট্রগ্রাম অনলাইন প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক ইসলাম রবি,শহীদুল ইসলাম, হাফেজ আবুল হাসান কাশেম  ,লেখক সাইদুর রহমান,এস টি জীবন, মো: পারভেজ খান,আনোয়ার হোসেন পলাশ,  সাজ্জাদ হোসেন সাহেদ, সাদার চৌধুরী,আব্দুল্লা আল নোমান,মো: মহি উদ্দিন,শাহ আলম রুভেল,আব্দুল করিম,উজ্জল শর্মা  প্রমূখ।

শেয়ার করুনঃ

Leave a Reply