২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:০৯/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ

পিএসএল প্লেয়ার ড্রাফটের তালিকায় ১৬ টাইগার

     

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসর বসছে আগামী বছর। সে লক্ষ্যে প্লেয়ার ড্রাফটের নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ। আর নিলামের আগে প্রকাশিত খেলোয়াড়দের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ১৬ ক্রিকেটার।

এরা হলেন- তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসির হোসেন, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদী হাসান মিরাজ, জুবায়ের হোসেন লিখন, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইমরুল কায়েস, এনামুল হক ও সৌম্য সরকার। সাকিব আল হাসানকে আগেই রেখে দিয়েছে পেশাওয়ার জালমি।

পিএসএলের তৃতীয় আসরে থাকবে ছয়টি দল। প্রতিটি দল সর্বাধিক ২০ জন ক্রিকেটার রাখতে পারবে। আগের আসর থেকে ৯ খেলোয়াড় রেখে দেওয়া দলগুলো প্লেয়ার ড্রাফট থেকে প্লাটিনাম, ডায়মন্ড এবং গোল্ড ক্যাটাগরি থেকে ক্রিকেটার নিতে পারবে। দুইজন সিলভার এবং দুইজন ইমার্জিং খেলোয়াড় নিয়ে সর্বনিম্ন ১৬ ক্রিকেটার নিয়ে দল সাজাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্লেয়ার ড্রাফট থেকে খেলোয়াড় কিনতে প্রতিটি দল ১.২ মার্কিন ডলার খরচের সুযোগ পাবে।

শেয়ার করুনঃ

Leave a Reply