২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:৪৭/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১:৪৭ পূর্বাহ্ণ

আদালত ও সরকারি দপ্তরসহ সর্বত্র বাংলাভাষা চর্চার আহ্বান

     

 

চট্টগ্রাম মহানগর ছাত্রসেনার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা ভাষা আমাদের রাষ্ট্রভাষা। বায়ান্নর শহীদদের স্বপ্ন এখন বাস্তব রূপ লাভ করেছে। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রবণতার দিকে তাকালে মনে হয়, আমাদের মাতৃভাষা এখনও অবহেলার শিকার। আমরা অন্য ভাষা অবশ্যই শিখব, পৃথিবীতে নিজের যোগ্যতা প্রমাণের জন্য ইংরেজিসহ নানা ভাষায় শিক্ষালাভ জরুরি; কিন্তু মাতৃভাষাকে উপেক্ষা করে তা কখনোই সম্ভব নয়। এটা অত্যন্ত দুঃখজনক যে, নিকট অতীত থেকে এই প্রবণতা ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। অফিসে-আদালতে-শিক্ষাপ্রতিষ্ঠানে-সরকারি কার্যক্রমে-সর্বত্র বাংলা ভাষা আজ বঞ্চনার শিকার। একুশের শহীদদের মতো আজ দাবি উঠেছে রাষ্ট্রভাষা বাংলা চাই। একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এ দিনটি আমাদেরকে অন্যায়, অবিচার, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা যোগায়। পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা তাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন। তাই মাতৃভাষার বিকাশ ও উন্নয়ন সাধনে আমাদের আরো সক্রিয় হওয়া উচিত। নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি এবং মাতৃভাষার প্রতি আরো বেশি শ্রদ্ধাশীল হতে হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর এর উদ্যোগে গত ২১ ফেব্রুয়ারী’১৭ মঙ্গলবার সকাল ১০ টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল মোমিন রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর উত্তর ছাত্রসেনা সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও আবদুল কাদের রুবেল এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন- সহ-সাধারণ সম্পাদক মারুফ রেযা, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল-মাসুম, অর্থ সম্পাদক শায়ের মাছুমুর রশিদ কাদেরী, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মিসবাহ উদ্দীন খান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুদ্দীন, স্কুল বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফৌজুল আজিম, মঈনুদ্দীন কাদেরী, আবদুর রহমান, শিহাব উদ্দীন, মিজানুর রহমান, আবদুল কাদের, এরশাদুল করিম, রিদুয়ান তালুকদার পাপ্পু, এহছানুল করিম, তাহজিব রেযা, মুহাম্মদ মামুন প্রমুখ। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply