২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ২:৫৩/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ২:৫৩ অপরাহ্ণ

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে উত্তর জেলা মহিলাদলের উদ্দ্যেগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভা

     

 

জাতীয়তাবাদী মহিলা দলের আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম উত্তর জেলা সভানেত্রী ফরিদা আক্তারের সভাপতিত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ও জেলার সহ সভাপতি ফারহানা আক্তারের সঞ্চালনায় অদ্য সকাল ৯ঘটিকায় পুষ্পস্তবক অর্পণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা জান্নাতুল নাঈম চৌধুরী (রিকু)। সভানেত্রী এড ফরিদা আক্তার তার বক্তব্যে বলেন, ভাষা সৈনিকদের আত্মত্যাগএর মাধ্যমে দেশের গণতন্ত্র এনেছিলেন বীর শহীদরা। আজ দেশে কোন গণতন্ত্র নেই। এই ক্লান্তিলগ্নে মহিলা দলের সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি ঐক্যবদ্ধভাবে বর্তমান স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দু:শাসন ও একনায়কতন্ত্রের প্রতিবাদে এবং যতক্ষণ পর্যন্ত সরকারের পতন ঘটানো না হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে রাজপথে থাকার জন্য মহিলা দলের সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলার সাংগঠনিক সম্পাদিকা লায়লা ইয়াসমিন, তাসলিমা আক্তার, সালমা আক্তার, শাহনাজ চৌধুরী, চেমন আরা, নিলুপার ইয়াছমিন, নাসরিন আক্তার (আজাদ), তাহেরা মহোরম, রেহেনা আক্তার, পারভিন আক্তার, কুনছুমা বেগম, মুন্নি আক্তার, সাহেদা আক্তার, রওশন আক্তার, লায়লা আক্তার প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Reply