২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১:৫৫/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ

গাজীপুরে পেশাজীবি গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা

SAMSUNG CAMERA PICTURES

     

মুহাম্মদ আতিকুর রহমান
গাজীপুরে পেশাজীবি গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৯ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় গাজীপুর ভাওয়াল রাজবাড়ি চত্বর (জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন) বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতির বেনজির মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গাজীপুর সার্কেল আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন বিআরটিএ গাজীপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ আফজাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ গাজীপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক সাবিকুন নাহার প্রমুখ।

বিআরটিএ গাজীপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ আফজাল হোসেন বলেন, “একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না”। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পেশাজীবি চালকদের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন।

তিনি গাড়ী চালকদের পরিস্কার পরিচ্ছন্নতা, শারীরিক সুস্থ্যতা, যান্ত্রিকত্রুটি, পরিবেশ সংরক্ষণ ও শব্দ নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন কানুন, ট্রাফিক সংকেত, সিগন্যাল ও রোড মার্কিং সম্পর্কে ধারণা, যানবাহন পরিচালনায় আইন প্রয়োগকারী সংস্থার সাথে সম্পর্ক, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

কর্মশালায় ১৫০ জন পেশাজীবি গাড়ী চালক অংশ গ্রহণ করেন। চালকদের পরীক্ষার মাধ্যমে এ কর্মশালা শেষ হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply