১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:২০/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৮:২০ পূর্বাহ্ণ

চন্দনাইশে পূজা ও মহোৎসব সম্পন্ন, শুক্লাম্বর তরুণ সংঘের অফিস উদ্বোধন

     

চন্দনাইশের বাইনজুরীস্থ শুক্লাম্বর তরুণ সংঘের উদ্যোগে শ্রীশ্রী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা উপলক্ষে ৪দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা সম্প্রতি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে বরমা ইউনিয়ন পরিষদ সংলগ্ন নবনির্মিত শুক্লাম্বর তরুণ সংঘের স্থায়ী কার্যালয় উদ্বোধন করেন প্যানেল স্পিকার ও সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী।
গত মঙ্গলবার শ্রীশ্রী শুক্লাম্বর দিঘি সংলগ্ন মন্দিরাঙ্গণে অনুষ্ঠান উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা পরিষদের সভাপতি শিল্পপতি বাবুন ঘোষ বাবুল, প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা পূজা পরিষদের এডভোকেট কবি শেখর নাথ পিন্টু, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান চেয়ারম্যান, শ্রী বলরাম চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা এফইউএম দিদার, বরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু জাফর, বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আনোয়ারুল ইসলাম, প্রকৌশলী টি কে সিকদার, চন্দন দস্তিদার, প্রণব দাশগুপ্ত, তাপস কুমার দে, রতন বিশ্বাস, হারাধন দাশ, অপু সরকার, সজল দত্ত ও পরিমল দত্ত। সঙ্গীত পরিবেশন করেন প্রেমসুন্দর বৈষ্ণব, নীলিমা বিশ্বাস এবং অন্যান্য শিল্পীবৃন্দ। সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক পরিমল দেব।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেম্বার বাবলা দেওয়ানজী, সুনীল মহাজন, ইপি সদস্য অমর কান্তি ভট্টাচার্য্য, প্রদীপ দেব, পরিমল মহাজন, আশীষ দেব, সত্যজিৎ ভট্টাচার্য, নারায়ণ দত্ত, আশীষ দত্ত, অসীম ভট্টাচার্য্য, মধুসূধন দত্ত, আশীষ ধর অপু, সঞ্জীব বৈদ্য, টিটু দেব, অঞ্জন দেব, রিপন দেব, অনুপ মহাজন জুয়েল, সুমন ভট্টাচার্য গণেশ, সুমন বৈদ্য, কবিশেখর ভট্টাচার্য, লিটন দত্ত, দীপন ধর, নারায়ণ ধর প্রমুখ। উক্ত অনুষ্ঠানের ৪ দিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিলে আলোচনা সভা, আলোকসজ্জা প্রদর্শনী, মায়ের পূজা, সন্ধ্যারতি, স্মরণসভা, মহাপ্রসাদ বিতরণ, পুনর্মিলনী, শ্রী শ্রী শুক্লাম্বর দীঘিতে প্রতিমা নিরঞ্জন ইত্যাদি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply