২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:৫৭/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক বিশেষ অলোচনা সভা

     

 

সাইফুর রহমান শামীম
কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় শির্ষক বিশেষ অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি দিনব্যাপী এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিন আল পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম আল্পনা। এতে বক্তব্য রাখেন ব্র্যাক কুড়িগ্রাম জেলার প্রতিনিধি মোঃ আবু সাঈদ, জেলা ব্যবস্থাপক রাজেশ্বর চন্দ্র বর্মন প্রমূখ।
এতে বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় সরকারী-বেসরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মেম্বার, কাজী, ইমাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

শেয়ার করুনঃ

Leave a Reply