২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১২:৪৩/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:৪৩ পূর্বাহ্ণ

যান্ত্রিক ত্রুটির কারণে মীরসরাইয়ে সেইফলাইন ও ট্রাকে আগুন

     

মীরসরাই প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে ব্যাটারির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দাঁড়িয়ে থাকা সেইফলাইন গাড়িতে আগুন লেগে যায়। সোমবার সকাল সাড়ে ৯টায় মীরসরাই সদরের অছি মিয়া পোলের ফারুকীয়া মাদ্রাসার গেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় ভাঙ্গা দোকান এলাকায়ও একটি ট্রাকে আগুন ধরে যায়। ইঞ্জিন ক্রটির কারণে ট্রাকে আগুন ধরে বলে জানা যায়। খবর পেয়ে তাৎক্ষনিক মীরসরাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মীরসরাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ইনচার্জ আবু মোহাম্মদ শরীফ জানান, ব্যাটারির বৈদ্যুতিক শর্ট থেকে ট্রাক ও সেইফলাইনে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় কেউ হতাহত হয়নি। তবে গাড়ি পুড়ে যাওয়ায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply