২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৩৭/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ

ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস ধরে রাখতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার আহবান- সামশুল হক এমপি

     

পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া একটি আদর্শিক সংগঠন। ছাত্রছাত্রীদের নায্য দাবী আদায় ও রাজপথের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে দেশের ক্রান্তিলগ্নে ছাত্রলীগের অবদান অবিস্বরনীয়। ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় ছাত্রছাত্রীদেরকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে বঙ্গবন্ধু ইতিহাস জানাতে হবে। প্রতিটি ক্ষেত্রে ছাত্রলীগ নেতাকর্মীদের মেধা ও জ্ঞানের স্বাক্ষর রাখতে হবে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এ দেশে শিক্ষা প্রতিষ্টানগুলোতে অরাজকতা ও অস্থিরতা সৃষ্টির মাধ্যমে শিক্ষার পরিবেশকে কলঙ্খিত করা হয়েছে। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার। পটিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান সরকার নতুন নতুন ভবন নির্মার্ণ করার মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ সৃষ্টি করেছে। পটিয়া সরকারী কলেজে অনার্স ও মাষ্টার্স কোর্স চালুর মাধ্যমে এ অঞ্চলের ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার পথ সুগম করা হয়েছে। এর ধারাবাহিকতা রক্ষায় তিনি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় জ্ঞান অর্জন করতে কঠোর অনুশীলন করার আহবান জানান। তিনি আজ মঙ্গলবার পটিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী বিতরণ কালে এ কথা বলেন।
পটিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল সাকের সিদ্দিকী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়ন শর্মার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আকম সামশুজ্জামান চৌধুরী, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দীন আহমেদ, পটিয়া পৌরসভা আ’লীগের সভাপতি ও পৌরমেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আলমগীর আলম, আ’লীগ নেতা মো: সেলিম চেয়ারম্যান, পৌরসভা আ’লীগ যুগ্ন সম্পাদক নাজিম উদ্দীন পারভেজ, পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম সিদ্দিকী, পৌরসভা আ’লীগ উপ প্রচার সম্পাদক নাজিম উদ্দীন, দক্ষিণ ভূর্ষি ইউনিযন আ’লীগ সভাপতি মিহির চক্রবর্তী, উপজেলা যুবলীগ সহ-সভাপতি মাহমুদুল হক মাদু, জেলা প্রজন্মলীগ সভাপতি আলমগীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি কোরবান আলী, পৌরসভা ছাত্রলীগের সভাপতি ইকবালুর রহমান ওপেল, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ফরহাদুল ইসলাম খান, তারেকুর রহমান তারেক, যুগ্ন সম্পাদক মো: সোহেল উদ্দিন, দপ্তর সম্পাদক আবু তৈয়ব সোহেল, উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুল বশর চৌধুরী, পৌরসভা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু ছাইদ তানবীর, কলেজ ছাত্রলীগ নেতা তারেকুজ্জমান রিমন, শুভ দে, শহিদুল ইসলাম, সাব্বির আহমদ, তানিম, হুমায়ন কাওছার আসাদ, তৈয়বুব উল্লা নোমান, সুজয় মিত্র, শিমুল মিত্র, আনিসুর রহমান, মো: হাফিজ, রায়হান পারভেজ, কুতুবুল আলম রিয়াজ প্রমুখ ।

 

শেয়ার করুনঃ

Leave a Reply