২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:৩৪/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ২:৩৪ পূর্বাহ্ণ

২০১৬ সালে কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধির রেকর্ড বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য

     

২০১৬ সালে সর্বোচ্চ মাত্রার কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধি পেয়েছে। গত ৮ লাখ বছরের মধ্যে এটাই সর্বোচ্চ মাত্রার কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধি বলে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডাব্লিউএমও) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর সিএনএন।
আবহাওয়া সংস্থা জানিয়েছে, মনুষ্য কর্মকাণ্ড এবং এল নিনোর প্রভাবে কার্বন ডাইঅক্সাইড এত দ্রুত বৃদ্ধি পেয়েছে। সংস্থার মহাসচিব পেটেরি তালাস জানান, কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্রিণ হাউস গ্যাসের মাত্রা যদি এভাবে বাড়তে থাকে তাহলে চলতি শতাব্দীর শেষভাগে আমরা বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবো। প্যারিস জলবায়ু চুক্তিতেও এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভবিষ্যত প্রজন্ম একটি অযোগ্য বাসস্থান খুঁজে পাবে।
জেনেভা ভিত্তিক আবহাওয়া সংস্থা জানিয়েছে, পৃথিবী এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল ৩০ লাখ থেকে ৫০ লাখ বছর আগে। তখন তাপমাত্রা বর্তমানের চেয়ে ২-৩ ডিগ্রি সেলসিয়াস এবং সমুদ্রের উচ্চতা ১০ থেকে ২০ মিটার উঁচু ছিল। ডাব্লিউএমও এ বছর ৫১টি দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে গ্রিনহাউজ গ্যাস বুলেটিনটি তৈরি করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৬ সালে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির গড় ৪০৩ দশমিক ৩ পার্টস পার মিলিয়ন বা পিপিএম, যা আগের বছর ৪০০ পিপিএম ছিল। দুই বছর আগে প্যারিস জলবায়ু চুক্তিতে ১৯৫টি দেশ স্বাক্ষর করলেও যুক্তরাষ্ট্র এখনো স্বাক্ষর করেনি। তারা চুক্তিটিকে মেনে নিচ্ছে না। সুত্র ইত্তেফাক

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply