২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:২৬/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৪:২৬ পূর্বাহ্ণ

তাল গাছ আমার

     

আমরা হুজুর সাদাসিধ
জীবন-যাপন করি,
কুঁড়েঘরে ক্ষান্ত হয়ে
আপন ভুবন গড়ি। .
আমরা হুজুর চেষ্টা করি
সিলম নীতি মেনে,
মানুষ সবে সুখে থাকুক
মানবতা জেনে।
 আমরা হুজুর গণ্ডগোলে
চাই না যেতে বলে,
অপবাদের খড়গ চাপে
কতো ছলেবলে! .
সন্ত্রাসী আর জঙ্গী নামে
পথেঘাটে ডাকে,
পায়ুপথের বায়ুর ধ্বনি
বোমা ভাবে তাকে! .
ভোটের দিনে ব্যালট নিয়ে
আলেম ভাগে কভু? কাদের ভয়ে
কলেজজুড়ে বিদ্যা নেভে প্রভু? .
আলেম দেখে জঙ্গি বলে
যারা খুবই হাসে,
তাদের হাসি কোথায় ছিলো
গত রোযার মাসে? .
সারাদেশে বোমা মেরে
যখন অস্থিরতা,
তখন খোঁজো আলেম
এটা হালের তিক্ত কথা। .
যাদের বলো সন্ত্রাসী
আর জঙ্গিবাদের গুরু,
তারাই দেখো
জঙ্গিদমন করেছিলো শুরু।
. এসব কথা শুনতে গেলে
রোগী হয়ে যাবে,
কী পরোওয়া?
মসজিদে যাও পানিপড়া পাবে(!) .
দেখে শুনে যেও বাছা
পুলিশ সাথে রেখো,
পারলে দু’শো টাকায়
তাকে ঘি-সরিষা মেখো।
 পকেট যদি খালি থাকে
মাদরাসাতে চলো,
খতম দিয়ে খোদার কাছে
টাকার কথা বলো।(?) .
আসলে ভাই কথা যা হোক
তালের গাছটা আমার,
মিছেমিছি কী লাভ আছে

এতো কথা বলার! চলবে

 

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply