২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৩১/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ

পটিয়ায় বেগম জিয়াকে স্বাগত জানাতে চট্টগ্রাম-কক্সবাজার-আরাকান মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের বাধভাংঙ্গা জোয়ার

     

আবদুল হাকিম রানা

মায়ানমারের নির্যাতিত নিপীড়িত রোহিঙ্গাদের দেখতে রবিবার প্রায় পাচ শতাধিক গাড়ির বহর নিয়ে কক্সবাজারের উখিয়া গমন করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। দুপুর দুইটা ৪০ মিনিটে বেগম জিয়া পটিয়া শাহচান্দ আউলিয়া মাজার গেইট অতিক্রম করেন। এ সময় তার সাথে কয়েকশ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ সফর সংঙ্গী হিসেবে উখিয়া গমন করেন। তার এ সফরে পটিয়া শাহচান্দ মাজার গেইট এলাকায় তাকে শত শত নেতাকর্মী নিয়ে স্বাগত জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ ইদ্রিস মিয়া। এর পূর্বে এখানে স্থাপিত মঞ্চে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্লাহ ভুলু, ভাইস চেয়ারম্যান সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় বেগম জিয়াকে স্বাগত জানান জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হকের নেতৃত্বে বিএনপির শত শত নেতাকর্মী, শাস্তির হাটে বেগম জিয়াকে স্বাগত জানান জেলা বিএনপির যুগ্ন সম্পাদক রেজাউল করিম নেছার শ্রম বিষয়ক সম্পাদক চেয়ারম্যান শফিকুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ ঈসমাইল, মনসার টেকে স্বাগত জানান বিএনপি নেতা আবু জাফরের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী, গৈড়লার টেক এলাকায় স্বাগত জানান বিএনপি নেতা সোলায়মান বাদলের নেতৃত্বে শত শত বিএনপি নেতাকর্মী, পটিয়া কলেজ গেইট ও বাস ষ্টেশন এলাকায় স্বাগত জানান বিএনপি পৌর সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম, সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা সভাপতি আবদুল জলিল সম্পাদক খোরশেদ আলমসহ দলের অংগ সংগঠনের নেতৃবৃন্দ। তবে সকাল থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া এ মহা সড়ক দিয়ে উখিয়া যাওয়ার কর্মসূচী থাকায় সকাল থেকে পটিয়ার দূর্গম গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ গুলোকে মহা সড়কে তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখতে ভীড় করতে দেখা যায়। তবে সকাল আট টা থেকে নেতা কর্মীরা রাস্তায় দাড়ালে ও নেত্রী তাদের সম্মুখ দিয়ে পটিয়া ক্রস করেন দুপুর আড়াই টায়। এ নিয়ে নানান সংঘর্ষের আশংকা থাকলে ও সব উৎকন্ঠা ও শংকা কে মিথ্যা প্রমান করে কোন ধরনের বাধাহীন ভাবে পটিয়া পার হয়ে বিএনপি চেয়ারপার্সন উখিয়ার পথে রয়েছেন এখন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply