২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:৩৯/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ

ইতিহাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত ও অকুতোভয় একটি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এম এ মোতালেব সিআইপি

     

 

সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক রাশেদুল আরেফিন জিসান, দক্ষিণ জেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সহ-সভাপতি মোহাম্মদ আলী, পিকু সেন গুপ্ত, মোহাম্মদ হোসেন, যুগ্ম সম্পাদক রিদুয়ানুল বারী লাভলুর সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিদুওয়ানুল হক সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেব সি.আইপি।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মোতালেব সিআইপি বলেন, প্রতিষ্ঠা লগ্ন হতে প্রাচীন এই ছাত্র সংগঠনটি বাঙালি জাতির যে কোন দুর্যোগে, আন্দোলনে, সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। ১৯৫২’র ভাষা আন্দোলন ১৯৫৮ সালে আইয়ুব খান বিরোধী আন্দোলন, ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, ১৯৬৬ এর ছয় দফা, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭০এর নির্বাচন, ১৯৭১ এর স্বাধীন সংগ্রাম প্রতিটি ক্ষেত্রে ছাত্রলীগের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। স্বাধীনতা সংগ্রামে ছাত্রলীগের প্রায় ১৮ হাজারের মতো নেতাকর্মী শহীদ হয়েছে। আজ সংগঠনের যে দায়িত্ব তোমাদের হাতে তুলে দেওয়া হয়েছে তা পালন করতে হবে সুদক্ষমতার সাথে। তোমাদের দৃঢ়তার সাথে এগিয়ে যেতে হবে কারণ দেশবিরোধী চক্র যারা একাত্তরের পরাজিত শক্তির সাথে হাত মিলিয়ে দেশ ধ্বংসের পায়তারা করছিলো তারা আজ সক্রিয়ভাবে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আগামী সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্রতিটি সদস্যকে ভোট কেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে দলীয় প্রতীকের প্রার্থীকে জিতিয়ে আনতে হবে।
প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইয়াছির আরাফাত, সাতকানিয়া পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম।
উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবু সালেহ শান, নাছির উদ্দিন জয়, সাইফুল্লাহ রাহাত, মহিউদ্দিন সিহাব, আনোয়ার হোসেন, প্রান্ত কারণ রিজাজ, তোফাজ্জ্বল চৌধুরী তুহিন, জাহেদ পারভেজ, সাখাওয়াত হোসেন, রহমত উল্লাহ বাবলু, তৌহিদুল ইসলাম জেসি প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Reply