১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:৪৫/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১০:৪৫ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে পঞ্চম দিনে গড়ালো পরিবহন ধর্মঘট বিপাকে সাধারন মানুষ

     

 

হিমেল তালুকদার

ঠাকুরগাঁওয়ে পঞ্চম দিনেও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার থেকে চলা আন্ত-জেলা পরিবহণ ধর্মঘটের জেরে জেলার সকল রুটে যাত্রীবাহি যান চলাচল বন্ধ রয়েছে। অপর দিকে শনিবার সকাল থেকে ঢাকাগামী সকল দূরপাল্লার বাসও বন্ধ করে দিয়েছে মোটর মালিক সমিতি। এতে চরম বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা।

সংগঠন দুটির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানাযায়, ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতি এবং ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে চলমান দ্বন্দ্বের নেপথ্যে রয়েছে আধিপত্য বিস্তার ও যানবাহন থেকে তোলা টোলের টাকা ভাগাভাগির জের। টোল আদায় নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত বুধবার টোল আদায় ঘর ভাঙচুরের পর গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ঠাকুরগাঁওয়ের সব সড়কপথে তাদের আওতাভুক্ত যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় জেলা মোটর মালিক সমিতি।

এই বিষয়ে জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল বলেন; সমস্যা নিরসনে প্রথম দিন উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসেছিলাম । কিন্তু কোনো পক্ষই ছাড় দিতে রাজি না হওয়ায় মীমাংসা ছাড়া আলোচনা শেষ হয়। দুই পক্ষের সাথে কথা চলছে।  অচিরেই সমাধান হবে বলে আশা করি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply