১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:২৩/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৮:২৩ পূর্বাহ্ণ

বৃহস্পতিবার জামায়াতের সারাদেশে হরতাল

     

বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলের আমির, নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেলকে গ্রেপ্তারের প্রতিবাদে তাদের এ হরতালের আহ্বান।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের কথা জানানো হয়েছে। দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন।

সোমবার জামাতের উল্লেখ্য নেতাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আটজনকে মঙ্গলবার রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বিবৃতিতে মুজিবুর বলেন, “দলের আমিরসহ নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে আগামী ১২ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করছি।”

এছাড়া ১১ অক্টোবর বুধবার সারাদেশে বিক্ষোভ এবং ১৩ অক্টোবর নেতাদের মুক্তির জন্য দোয়া মাহফিলের কর্মসূচিও দিয়েছে জামায়াত।

পুলিশ বলছে, ‘রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পাঁয়তারার লক্ষ্যে গোপন বৈঠক’ করার সময় জামায়াত নেতাদের গ্রেপ্তার করা হয়।

তবে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে কদমতলী থানার পুরনো দুটি মামলায়। এর একটি বিশেষ ক্ষমতা আইনে, অন্যটি বিস্ফোরক আইনে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply