১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:১২/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১:১২ অপরাহ্ণ

রোহিঙ্গাদের জন্য  রিসডা-বাংলাদেশ এর সৌর বিদ্যুৎ এবং মেডিকেল ক্যাম্প উদ্ধোধন

     

৯ অক্টোবর  সকাল ১০টায় মায়ানমার থেকে আগত নির্যাতিত রোহিঙ্গাদের জন্য বেসরকারী উন্নয়ন সংস্থা রিসডা বাংলাদেশ এর পক্ষ থেকে উংচিপ্রাং পুটিবুনিয়া, টেকনাফ ক্যাম্পে মেডিকেল ক্যাম্প উদ্ধোধন করা হয়। মেডিকেল ক্যাম্প উদ্ভোধন করেন রিসডা-বাংলাদেশ হেড অব এইচ,আর এন্ড এ্যাডমিন খন্দকার নাজমুল হক। উক্ত অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ফেরদাঊস, সূর্যের হাসি ক্লিনিক এর জেলা কর্মকর্তা মোঃ ইছা, অজয় কুমার দাস, রিসডা-বাংলাদেশ এর অফিসার মোঃ ফয়সাল প্রমুখ। রিসডা-বাংলাদেশ এর মেডিকেল ক্যাম্পে প্রতিদিন ১৫০-২০০ জন গর্ভবতী রোহিঙ্গা নারীদের জন্য চিকিৎসা সেবা এবং বিনামূল্য ঔষধ সরবরাহ করিতেছে। রিসডা-বাংলাদেশ এর উক্ত সেবা আগামী ৩ মাস পর্যন্ত অব্যাহত থাকবে। উংচিপ্রাং পুটিবুনিয়া ক্যাম্পে ১০টি স্ট্রিট লাইট, ৬০টি পরিবারে সোলার হোম. ১,০০০ নারী- পুরুষের মাঝে জামা-কাপড় এবং মৌসুনী রোহিঙ্গা ক্যাম্পে ২০০ পরিবারের মধ্যে ১৫দিনের খাদ্য সরবরাহ করা হয়। ভবিষতে রিসডা-বাংলাদেশ এর পক্ষথেকে ওয়াটার এবং স্যানিটেশান প্রোগ্রাম চালু করা হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply