২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৪৩/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ

সিটি আউটার রিং রোড পরিদর্শনকালে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম উন্নয়নে অসাধ্য সাধন করেছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ

     

আজ চট্টগ্রাম সিটি আউটার রিং রোড পরিদর্শনকালে সমবেত জনসাধারণের উদ্দেশ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে এই সিটি আউটার রিং রোডটি বাস্তবায়িত হচ্ছে। এটি হবে কর্ণফুলী নদীর তলদেশে টানেলের জন্য এপাড়ের সংযোগ রোড। প্রকল্পটি শুধু নগরীর ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের ২০ লক্ষাধিক মানুষকে জলোচ্ছ্বাস থেকে রক্ষা করার পাশাপাশি এলাকার উন্নয়নের মাধ্যেমে চেহারা পাল্টে যাবে। রিং রোডকে সিইপিজেডের সঙ্গে সংযোগ করে দিচ্ছি, তাই ইপিজেড ও বন্দরের গাড়ি এই রোড দিয়ে চলাচল করতে পারবে। এতে নগরীতে যানজট যেমন কমে যাবে তেমনি পর্যটনশিল্পের বিকাশ ঘটবে। তিনি আরো বলেন, বাংলাদেশ বিশ্বের দেশগুলোর মধ্যে ষষ্ঠ নিরাপদতম দেশ। তাই পর্যটন, ব্যবসা-বানিজ্যের নিরাপদ স্থান বাংলাদেশ। একবিংশ শতাব্দীতে বিশ্বের আর কোনো দেশ উন্নতির এমন অসাধ্য সাধন করতে পারেনি, যেমন পেরেছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতাও একসময় অসাধ্য ছিল কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তা সম্ভব হয়েছে। এসময় সিডিএ প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন, প্রকল্প পরিচাল হাসান বিন শামস, রাজিব দাশ, নির্মাণ প্রতিষ্ঠানের উর্ধ্বতর কর্মকর্তা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply