১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ৮:৪৬/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ৮:৪৬ পূর্বাহ্ণ

আওয়ামীলীগ কারো ব্যক্তিগত সম্পদ নয় আওয়ামীলীগে বিভাজন দেখতে চায় না-ইসহাক মিয়া

     

 

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্ঠা, বর্ষিয়ান রাজনীতিবিদ, গণপরিষদ ও সাবেক সংসদ সদস্য জননেতা ইসহাক মিয়ার সাথে নব গঠিত চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ এক সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় সভা গত ১৮ ফেব্রুয়ারি বিকাল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি নমিতা আইচ এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক মহিলা কাউন্সিলর রেখা আলম চৌধুরী, নব নির্বাচিত সহ-সভাপতি সাবেক মহিলা কাউন্সিলর হাসিনা জাফর, নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মর্জিনা আক্তার লুসি, মহিলা আওয়ামীলীগনেত্রী দেবজানি দে। মত বিনিময় সভায় জননেতা ইসহাক মিয়া বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কারো গোষ্ঠীর আওয়ামীলীগ নয়। আওয়ামীলীগের নেতৃত্বে প্রতিযোগিতা থাকবে কিন্তু তাই বলে কেউ দখল করে দলের পদ-পদবী ঘরের মধ্যে আবদ্ধ রাখতে পারে না। আওয়ামী পরিবারের সকলেই যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে। সুষ্ঠ এবং গণতান্ত্রীক উপায়ে নতুন নেতৃত্ব সৃষ্ঠি করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে মহিলা আওয়ামীগকেও মাঠে ময়দানে কাজ করতে হবে। তিনি নব নির্বাচিত চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগকে নারী সমাজের উন্নয়নে এবং আগামী নির্বাচনে নারী ভোটারদেরকে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করার আহবান জানান। মত বিনিময় সভা শেষে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্ঠা, বর্ষিয়ান রাজনীতিবিদ, গণপরিষদ ও সাবেক সংসদ সদস্য জননেতা ইসহাক মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান নব গঠিত চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ।

শেয়ার করুনঃ

Leave a Reply