১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৪৪/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৭:৪৪ পূর্বাহ্ণ

রুপবতী যাদুকাটা

     

  রাহাত ভাঈ

কোন এক বহতা নদীর পাড়ে
যদি দেখ–
পারস্যের বিরান মরুপ্রান্তের উঠ আরোহীর মত,
কোন রাখাল ছেলে মহিষের পিটে চড়ে,
রুপালী বালির প্রান্তর পেরিয়ে যাদুকাটার স্বচ্চ জলে াবগাহে প্রশান্তি আনে।
,
যদি দেখ–
চালের কুড়ো কৌটা দিয়ে মাছ ধরার ফাঁদ পেতে,
জল খেলায় মেতে আছে কিশোরের দল।
যদি দেখ —
শিলায় শিলায় ভরপুড় মনোরম কোন এক পাহাড়ী টিলা,
গায়ে তার অজস্র তমাল পল্লবে ঘেরা,
কলসী কাঁখে লাজুঁক বধু যাদুকাটার জল তুলে
পাহাড়ের ঢালো রাস্তা পেরোয়।
,
যদি দেখ–
তন্নী নয়না,ষোরশী কানের দুলের মত,
ঝুলে আছে সূর্য, গোধূলী ক্ষণে,
নদীর ঐ পাড়ের পাহাড় কোলে।
,
দেখ যদি–
পৌষের প্রাতে এক ঝাঁক
আবাবিল পাখি নেমে আসে,
উষ্ণ তাপ পোহাতে,
বালুকাময় নদীর বিশাল প্রান্তরে ।
,
যদি দেখ —
হেমন্তের বিকেলে সোনালী বালির প্রান্তরে,
এক্কা দুক্কা খেলায় মত্ত কোন কিশোরের দল,
,
মনে রেখ– জেনে রেখ, রাখালের সাথেই ছিলেম
আমি কোন মহিষের পিঠে চড়ে,
নয়ত,কিশোরের দলে,
মাছ শিকারে ব্যস্ত,এক্কা দুক্কা খেলায় মত্ত,
রুপবতী যাদুকাটা নদীর তীরে নিত্য।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply