২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:২৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৪:২৫ পূর্বাহ্ণ

মুস্তাক মুহাম্মদ এর একুশের একগুচ্ছ কবিতা

     

রক্তে কেনা বাংলা
আমার প্রাণের ভাষা বাংলা,
রক্তে কেনা ভাষা।
যখন কথা বলি স্মরণে আসে তারা
যারা একটি বর্ণমালা লেখার জন্য
নক্ষত্র মতো খসে পড়েছিলÑ
বায়ান্নর একুশের শহীদেরা।
একুশ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
কিন্তু দুঃখিনি বাংলার দুঃখ ঘুচলো না।
আমাদের নবপ্রাণের ফুটন্ত সন্তানেরা
জগাখিচুরী ভাষা ব্যবহার করে।
এভাবে চলতে দেওয়া যায় না।
আমাদের রক্ত বাংলা
আসুন, আমরা শুদ্ধরূপে
বাংলা শিখি বলি লিখি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply