২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:০২/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১২:০২ পূর্বাহ্ণ

স্কাইপ, ভাইবার ও ইমো খুলে দিচ্ছে সৌদি আরব

     

ইন্টারনেটে সহজে ভিডিও কল করার অ্যাপস স্কাইপ, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ খুলে দিচ্ছে সৌদি আরব। আগামী বুধবার থেকে এসব অ্যাপস ব্যবহার করতে পারবে দেশটির নাগরিকরা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে।

যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল্লাহ বিন আমের আল–সাওয়াহাহ বলেন, সৌদি আরবে আগামী বুধবার থেকে ইন্টারনেটে সহজে ভিডিও কল করার মাধ্যম স্কাইপ, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম ব্যবহার করা যাবে। দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও টেলিকমিউনিকেশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। ইন্টারনেটে ভয়েস কল ও ভিডিও কলের মাধ্যমগুলোর ব্যবহারকারীরা মানসম্মত সেবা পাবে বলে জানিয়েছেন মন্ত্রী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply