২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:১৫/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল -শেখ আফিল উদ্দিন এমপি

     

বেনাপোল প্রতিনিধি
শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দুরে রাখে। খেলাধুলা সমাজের মানুষের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে। খেলাধুলা মন ও শরীরকে ভাল রাখে। সেই সাথে শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে ওঠে। আমাদের উচিৎ আমাদের ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী হতে উদ্বুদ্ধ করা। শনিবার বিকালে শার্শা শ্যামলাগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে পুরুষ্কার বিতরন কালে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এ কথা বলেন।
এ খেলায় উপজেলার ১২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাসব্যাপী অনুষ্ঠিত খেলায় চুড়ান্ত পর্বে উলাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে কাগজপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে। অপর দিকে মেয়েদের চুড়ান্ত পর্বে উলাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পিকে রাজগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত চুড়ান্ত পর্বের খেলায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধক্ষ আলহাজ্ব ওয়াহিদুজ্জামান ওহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান সোহারাব হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, হাদীউজ্জামান, উপজেলা আওয়ামী বাস্তহারালীগের সভাপতি আবুল হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ। # তাং- ২০/০৭/১৯ ইং।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply