২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:১৪/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ

আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালে স্মরণ সভা

     

আজিজুল হক চৌধুরী খোকন আনোয়ারা ডায়াবেটিক হাসপাতাল শুরুর প্রাক্কলে প্রেরণা জুগিয়েছেন ফাউন্ডারদের। হাসপাতাল শুরুর করার সময় তার অবদান হাসপাতাল কর্তৃপক্ষ আজীবন স্মরণ করবে। অর্থবিত্তে ও প্রাচুর্যে বলিয়ান না হলেও তিনি হাসপাতালের দাতা সদস্য হয়েছিলেন । মানবাধিকার বাস্তবায়ন করার জন্য তিনি জাগ্রত পরিষদের মাধ্যমে বহু বছর কাজ করেছেন।তিনি মানুষের সুখে দুঃখে পাশে থাকতেন।তিনি নিরবে চলে গেলেন পরপারে। রেখে গেলেন সমাজ ও রাষ্ট্রে বহু অবদান।আবদুল লতিফ ফারুকী এই হাসপাতালের নিয়মিত রোগী ছিলেন। তিনি এ হাসপাতালের সুনাম গেয়ে বেড়াতেন।খোকন ও ফারুকীর স্মরণ সভায় আলোচকগণ আজ এসব কথা বলেন। সকাল ১১টায় ্হাসপাতাল কার্যালয়ে এই আলোচিত দুই ব্যাক্তির মৃত্যেতে  শোক সভার আয়োজন করা হয়।এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম. আলী হোসেন। ফাউন্ডার মেম্বার আবদুল মান্নানের পবিত্র কোরাণ তেলাওয়াতের মাধ্যমে স্মরণ সভা শুরু  হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক উপ পুলিশ কমিশনার সিএমপি কবি ও মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন যার প্রস্তাবনায় চিটাগাং হলো চট্টগ্রাম সেই আলোকিত মানুষ ডাঃ ডি. কে ঘোষ। স্মরণ সভায় বক্তব্য রাখেন ফাউণ্ডার মেম্বার শেখ মহিউদ্দিন মিন্টু, দাতা সদস্য এডভোকেট পিটু কুমার শীল।স্মরণ সভাটি সঞ্চালন করেন প্রতিষ্ঠাতা সহ -সভাপতি আবু মুছা। প্রসংগত গত ১৩ মার্চ সন্ধ্যায় আজিজুল হক চৌধুরী খোকন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে  ও সম্প্রতি আবদুল লতিফ ফারুকী ইন্তেকাল করেন।সভা শেষে তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

 

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply