১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১২:৪২/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ

জনমতের প্রতিফলন ঘটিয়ে ১১ জুলাই নিরাপদ সড়ক দিবস পালনের দাবী

     

ঢাকাঃ ২১ অক্টোবর ২০১৭ শনিবার
দেশের বিভিন্নস্থরের জনসাধারণের মাঝে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে জনমতের প্রতিফলন ঘটিয়ে ১১ জুলাই দেশের সর্ববৃহৎ সড়ক দুর্ঘটনা মিরসরাই ট্র্যাজেডি দিবসে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের দাবী জানিয়েছেন বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ। আজ ২১ অক্টোবর শনিবার বিকালে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই দাবী জানাই সংগঠনটি।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরো বলা হয়, নিরাপদ সড়ক দিবসের তারিখ নির্ধারনী নিয়ে জনমত উপেক্ষা করে একটি বিশেষ গোষ্টিকে সন্তুষ্ট করতে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষনা করেছেন বলে অভিযোগ করেন বক্তারা। দিবসটির তারিখ নির্ধারনের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের ওয়েবসাইটে মতামত আহবান করা হলে নির্ধারিত সময়ে ১১ জুলাই (মিরসরাই ট্র্যাজেডি, যা দেশের ইতিহাসের সর্ব বৃহৎ প্রাণহানীর ঘটনা, যে ঘটনায় ৪৪ জন শিশু ও একজন অভিবাবকসহ ৪৫ জনের প্রাণহানী ঘটেছে) এর পক্ষে সর্বোচ্চ ২০০০ ভোট ও ২২ অক্টোবর (প্রখ্যাত চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যু দিবস) পক্ষে ১১৬৭ ভোট পড়ে। দেশের যাত্রী সাধারণ, সুশীল সমাজসহ সড়ক নিরাপত্তায় নিয়োজিত অভিজ্ঞ মহলের প্রাণের দাবী ১১ জুলাই বাংলাদেশের ইতিহাসের সর্ব বৃহৎ সড়ক দুর্ঘটনাঃ বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শেষে বাড়ী ফেরার পথে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বড়তাকিয়া গ্রামে সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে ৪৫ জন শিশুর প্রাণহানির দিবসটির স্বরণে ১১ জুলাই নিরাপদ সড়ক দিবস পালনের জন্য সরকারের কাছে উদাত্ত আহবান জানিয়েছেন সংগঠনটি।
শেয়ার করুনঃ

Leave a Reply