১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৫৮/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৪:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে শেখ রাসেলের জম্মদিন পালিত

     

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে পথশিশুদের নিয়ে কেককাটা ও খাবার বিতরণ অনুষ্ঠান আজ ১৮ অক্টোবর রাত ৯টায় নগরীর পুরাতন রেল স্টেশন চত্ত্বরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাবেক সহকারী জজ এড মঞ্জুর মাহমুদ খান। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সদস্য জসিম উদ্দীন চৌধুরী, মুক্তিযোদ্ধা এস.এম. লিয়াকত হোসেন, প্লাটফর্মের স্টেশন মাষ্টার পলাশ দে, নারীনেত্রী সৈয়দা শাহানা আরা বেগম, লেখক নাছির হোসেন জীবন, ডা. জামাল উদ্দিন, অধ্যাপক সুমন দত্ত, সোহেল তাজ, সুমন চৌধুরী, মিনাল দে প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শহীদ শেখ রাসেলের দৈহিক মৃত্যু হলেও আদর্শিক এবং চেতনার রাসেল বাঙালীর মানসপটে চিরদিন বেঁচে থাকবে। ঘাতকরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরসুরীদের প্রায় সবজনকে হত্যা করে এদেশে বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধুর ২ সুযোগ্যকন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ হাসিনা বিদেশ থাকার কারণে বেঁচে ছিলেন। আর বর্তমানে বঙ্গবন্ধু কন্যা, বিশ্বনেত্রী, মানবতার মাতা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত দেশ গড়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সভায় বক্তারা বলেন শেখ রাসেলের আদর্শকে ছড়িয়ে দিতে পথশিশুদের কল্যাণে আমাদের সকলকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসে এই বাংলাদেশকে সত্যিকার সোনার বাংলায় পরিণত করার আহবান জানান। সভাশেষে পথশিশুদের নিয়ে শহীদ শেখ রাসেলের ৫৩তম জন্মদিনের কেক কাটা ও খাবার বিতরণ করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply