১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১২:২৬/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ১২:২৬ অপরাহ্ণ

    ভালো লেখার মূল্যায়ন                     

     

  আজহার মাহমুদ
আমরা প্রতিদিন বিভিন্ন খবরের কাগজ, বই কিংবা ম্যাগাজিন নানান রকমের লেখা পড়ছি।  সেখানে হাজার হাজার লেখকের লেখা রয়েছে।  তবে আমরা ভালো লেখার সঠিক মূল্যায়ন করিনা।  আমাদের ভেতর এখনো ভালো কিছুর মূল্যায়ন করার মতো প্রবণতা সৃষ্টি হয়নি।  আমরা ভালো কিছু পাচ্ছি তবে তার মূল্যায়ন করতে আমরা কৃপনতা করছি।  আমরা সব সময় মূল বিষয়টা দেখেই বসে থাকি ভেতরের লেখা খুব কম পাঠকরাই পড়ি। আমরা দেখি কে লিখেছে সেটা কিন্তু কি লিখেছে সেটা আমরা দেখি না। আমরা যদি কে লিখেছে সেটা না দেখে কি লিখেছে সেটা দেখতাম তবে আমরা হয়তো আরো ভালো মানসম্মত লেখা পড়তে পারতাম।   আমারা যদি ভেতরের বিষয়টা পড়ে দেখি তবেই বুঝতে পারবো কোনটা ভালো আর কোনটা মন্দ। উপরের বিষয় দেখে মন্তব্য করা বা এড়িয়ে যাওয়ায় আমাদের অভ্যাস। আমরা যারা পড়ালেখা করছি আমরা সকলেই যেকোনো একটি লেখকের বইয়ের ভিতর সীমাবদ্ধ থাকি। স্কুল, কলেজের শিক্ষকরা যে বই কিনতে বলে আমরা সেটা নিয়েই বসে থাকি। আমরা অন্য লেখকের বই আর পড়িনা। আমরা মনে করি আমাদের বইটাতেই সব আছে। আর এভাবেই আমরা বঞ্চিত হচ্ছি ভালো ও মানসম্মত লেখা থেকে। আমরা যদি অন্য লেখকের বই না পড়ি তবে আমরা কেমনে বুঝব কোন বইটা আমার জন্য বেশী ভালো আর কোন বইটা তুলনামূলক কম ভালো। আর আমরা কেমনেই বা ভালো লেখার মূল্যায়ন করতে শিখব। আমরা তো পড়তেই চাই না। আমরা শুধু লেখকের নাম বা কোম্পানির নাম দেখেই বই পড়ি। খবরের কাগজেও আমরা একটা পত্রিকায় সীমাবদ্ধ থাকি। আমরা যদি কয়েকটা পত্রিকা না পড়ি তবে কেমনে বুঝব কোন লেখাটা ভালো হয়েছে। আমাদের ভেতর এখনো সেই অভ্যাসটা হয়ে উঠেনি, যার কারণে আজ আমাদের যতটুকু পৌঁছানোর প্রয়োজন তার অর্ধেক ও পৌছাতে পারছি না। এরকম অভ্যাস থাকলে ভালো লেখার মূল্যায়ন করা কখনো সম্ভব হবেনা। আমরা লেখকের নাম না দেখে আগে লেখা দেখব। তবেই আমরা ভালো লেখার মূল্যায়ন করতে পারবো। লেখা সবাই লিখে তবে আমাদের প্রয়োজন ভালো লেখাটাই গ্রহণ করা। সেটা হতে পারে বই, খবরের কাগজ, ম্যগাজিন কিংবা অন্যকিছু। ভালো কিছু জানতে হলে ভালো লেখার মূল্যায়ন করা অত্যান্ত জরুরী। আর আমাদের প্রয়োজন সেই অভ্যাসটা নিজেদের ভেতর সৃষ্টি করা।আমাদের ভালো লেখার প্রতি গুরুত্ব দিতে হবে। যে সকল লেখক রয়েছে  তাদেরও নজর রাখতে হবে আপনার লেখাটা দেশ, সমাজ, জাতির কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। আমরা যদি ভালো কিছু পাঠকদের জন্য দিতে না পারি তবে পাঠকের কাছে আমাদের মান দিন দিন কমতে শুরু করবে। ভালো কিছু লিখলে সেটা একদিন না একদিন আপনাকে সকলের সামনে তুলে ধরবে। আপনার লেখা ভালো লাগলে পাঠকের কাছে আপনার নাম দেওয়া লাগবে না, পাঠক নিজেই আপনার নাম খুজে নিবে। তাই আমাদের প্রয়োজন ভালো লেখা। আর এই ভালো লিখার জন্য প্রয়োজন ভালো জ্ঞান। ভালো নাম দিয়ে কিছু আসে যাই না তবে ভালো লেখা দিয়ে অনেক কিছু হতে পারে যা হয়তো আপনি না ও জানতে পারেন। তাই ভালো কিছু করার জন্য ভালো লেখার বিকল্প নেই। ভালো কিছু লিখতে গেলে প্রয়োজন হয় ভালো ও সুস্থ মনের। তাই লেখকদের প্রয়োজন ভালো লেখা পাঠকদের জন্য উপহার দেওয়া। আর পাঠকদের প্রয়োজন ভালো লেখা পড়া এবং বিভিন্ন লেখকের লেখা পড়া। তবে ভালো লেখা যদি পাঠকের আড়ালে থাকে সেক্ষেত্রে প্রয়োজন ভালো লেখা পাঠকের কাছে পৌছে দেওয়া।  ভালো লেখা যেন পাঠকের আড়ালে না থাকে তার দিকেও নজর দিতে হবে এ বিষেয়ে দায়িত্বপ্রাপ্তদের। লেখা লেখি নিয়ে যদি ব্যবসা করা হয় তবে ভালো লেখা কখনো পাঠকের হাতে পৌছাবে না। আমরা যদি ভালো বিষয়টাকে নিচে ফেলে রাখি তার জন্য কিন্তু একদিন আমাদেরকেই চরম মাশুল দিতে হবে।  কারণ একটি ভালো লেখার মাধ্যমে হয়তো হাজারো মানুষ উপকৃত হতে পারবে।  যা দেশ, সমাজ, জাতির জন্য অনেক বড় কিছু।  তাই আমাদের চোখ রাখতে হবে আজকের দিনে  কোন লেখাটা কতটুকু ভালো, গুরুত্বপূর্ণ এবং  প্রয়োজনীয় । এভাবেই আমরা ভালো লেখার মূল্যায়ন করতে পারবো। তা না হয় ভালো লেখা পাঠকের আড়ালেই রয়ে যাবে। আর ভালো লেখার মূল্যায়নও হবে না। তাই আমাদের প্রয়োজন ভালো লেখার মূল্যায়ন করা এবং সকলের কাছে ভালো মানসম্মত লেখা পৌছে দেওয়া।
শেয়ার করুনঃ

Leave a Reply