১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ১১:৩৬/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ণ

নগরবাসীর সাথে অনির্বাচিত ব্যাক্তির আচরণ না করে জনপ্রতিনিধির আচরণ করুন

     

 

১৭ অক্টোবরমঙ্গলবার বিকাল ৪ টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক অযৌক্তিকভাবে গৃহকর বর্ধিতকরণের প্রতিবাদে বিভিন্ন শ্রেণি-পেশাজীবী ও গৃহ মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নঈম উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ন মহাসচিব আলহাজ্ব স উ ম আব্দুস সামাদ। মহানগর উত্তর সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিউল আলমের সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন এড. জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক ড.সৈয়দ জালাল উদ্দিন আযাহারী, সাংবাদিক চৌধুরী মুহাম্মদ লোকমান, জয়নুল আলম, নাছির উদ্দিন মাহমুদ, মাওলানা আব্দুন নবী আলকাদেরী, গৃহ মালিক ইলিয়াছ মেম্বার, আলহাজ্ব সামশুল আলম, মুহাম্মদ ফরিদ, বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব মুহাম্মদ হারুন,মাওলানা গোলাম কিবরিয়া, মুহাম্মদ শাহজাহান, কাজী মুহাম্মদ আমিনুল্লাহ, আব্দুল করিম সেলিম, ইসমাইল হোসেন, মুহাম্মদ আব্দুর রহিম, মুহাম্মদ মুছা, সাংবাদিক মাসুদ পারভেজ টুটুল, মুহাম্মদ আলমগীর প্রমুখ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি স উ ম আব্দুস সামাদ বলেন, অযৌক্তিক এই বর্ধিত গৃহকর প্রত্যাহার করতে হবে। এই বর্ধিত গৃহকর বাস্তবায়ন হলে চট্টগ্রাম শহরের বাড়ির মালিকরা পথে বসবেন। ঋণ গ্রস্থরা ঋণ পরিশোধ করতে পারবেনা। ভাড়াটিয়ারা শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে যেতে হবে। রাস্তাঘাট কাদাখন্ধে এখন চট্টগ্রাম শহর চলাচলের অযোগ্য আর বর্ধিত গৃহকর বাস্তবায়িত হলে চট্টগ্রাম শহর হবে সবছেয়ে নৈরাজ্যকর শহর।
সভাপতির বক্তব্যে নঈম উল ইসলাম বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে মেয়র মহোদয় যেভাবে দাম্ভিকতা দেখিয়ে জনগণের তোয়াক্কা নাকরে অযৌক্তিক কর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেটা প্রাচীন কালের জুলুমবাজ অত্যাচারী রাজাদের নির্যাতনের ইতিহাস। অনির্বাচিত ব্যক্তির আচরণ নাকরে নির্বাচিত জনপ্রতিনিধির আচরণ করুন । অন্যতায় নগরবাসীকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
গৃহ মালিকরা বলেন, বর্ধিত হারে কর দিলে বাড়ির মালিকরা সব খরচ হিসাব করলে দেখা যাবে পুরো বাড়ি ভাড়ার টাকা সহ আরো টাকা অতিরিক্ত খরচ হবে। এখন থেকে কেউ আর নতুন বাড়ি করবেনা।

 

শেয়ার করুনঃ

Leave a Reply