২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৯:৫৪/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ

অসহায় রোহিঙ্গা মুসলমানদের মাঝে সপ্তাহ ব্যাপী জেসিকা গ্রুপের ত্রাণ বিতরণ

     

 

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এর হাতে ত্রাণ সমাগ্রি তুলে দিচ্ছেন জেসিকা গ্রুপের চেয়ারম্যান ও নগরীর মহল মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব জসিম উদ্দিন আহমদ। টেকনাফের নয়া পাড়া ক্যাম্পে উখিয়া বালুখালী ও কুুতুপালং ক্যাম্পে সেনা বাহিনীর সহযোগিতায় নতুন রোহিঙ্গা শরণার্থী মাঝে ২ কোটি টাকা মূল্যের সপ্তাহব্যাপী প্রায় ৫০ হাজার রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করেন। বিতরণকৃত ত্রানের মধ্যে রয়েছে তামি, লুঙ্গি, বালতি, সাবান, ছাটাই, হাড়ি-পাতিল, মগ, গ্লাস, প্লেট সহ প্রায় ১৬টি আইটেমের জিনিস পত্র রয়েছে। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের এমপি সায়মুম সওরয়ার কমল, মহেশখালী ও কুতুবদিয়ার এমপি আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা ডিসি মোহাম্মদ আলী হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ’র চেয়ারম্যান আলহাজ্ব আব্দুচ সালাম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সভাপতি আব্দুল কৈয়ুম চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিয়ানমারে সরকারী বাহিনী ও উগ্র মৌলবাদি বৌদ্ধরা রাখাইন রাজ্যে পরিকল্পিতভাবে জাতিগত নিধনের লক্ষ্যে রোহিঙ্গাদের গণহত্যা করছে। কিশোরী-যুবতী নারীদের মা-বাবার সামনে গণধর্ষণ করে নির্মমভাবে হত্যা করছে, বৃদ্ধ-শিশুদের কুপিয়ে কুপিয়ে হত্যা করছে। সামর্থবান যুবকদের আগুনে পুড়িয়ে মারছে। পৃথিবীর ইতিহাসে সর্বনিকৃষ্টতম এ জঘন্যতম বর্বরতা ও নির্মমতার প্রতিবাদ করা বিশ্বের শান্তিকামী মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার ইতিহাসে নজির সৃষ্টি করেছেন।

শেয়ার করুনঃ

Leave a Reply