২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১০:০০/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ

সাতকানিয়া কালিয়াইশে কবিয়াল কালাম মিয়া ফারুকীর মৃত্যুবার্ষিকী পালিত

     

চট্টগ্রামের সাতকানিয়া কালিয়াইশে কবিয়াল সম্রাট খ্যাত কালাম মিয়া ফারুকীর ৫ম মৃত্যু বার্ষিকী গত ৫ অক্টোবর বিষুদবার পালিত হয়। মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাইজভান্ডারী খেদমত কমিটি, কবিয়াল সমন্বয় সংসদ, গবেষণা সংস্থা “মানুষের ঠিকানা” ও পারিবারিক আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- খতমে কোরআন, মাইজভান্ডারী ছেমা মাহফিল, স্মরণালোচনা সভা, জেয়ারত, কবরে পুষ্প স্তবক অর্পণ করা ইত্যাদি।
মাহফিলে মাওলানা মুহাম্মদ কামাল উদ্দীন মাইজভান্ডারী (বাঁশখালি), মুহাম্মদ আব্দুল মালেক মাইজভান্ডারী (সাতকানিয়া), চন্দনাইশের জনপ্রিয় কাওয়াল মুহাম্মদ শফি, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, কবিয়ালপুত্র রিয়াজ উদ্দীন আহমদ ফারুকী, নবী হোসেন মেম্বার, সফির আহমেদ ওসমানীসহ গন্যমান্য আরো অনেকে কবিয়াল সম্রাট খ্যাত কালাম মিয়া ফারুকীর জীবন, কর্ম ও দক্ষতা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানমালায় বহু গণ্য-মান্য মানুষের সমাগম ঘটে। বিখ্যাত কবিয়াল কালাম মিয়া ফারুকী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ গ্রামের মাস্টারহাট সংলগ্ন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৫ইং সালে জন্মগ্রহণ করেন। তিনি জন্মভূমি বাংলাদেশ, ভারত ও নেপালের বিভিন্ন স্থানে কিশোর বয়স থেকে প্রায় তিন হাজার আসরে কৃতিত্ব ও গৌরবের সাথে কবিগান পরিবেশন করেছিলেন। ২০১২ সালের ৫ অক্টোবর ৫৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। তিনি মাইজভান্ডার ত্বরীকার একজন খ্যাতিমান গবেষক ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Reply