২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১২:১১/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:১১ পূর্বাহ্ণ

পটিয়ায় স্মুইচগেইট নির্মান এলাকা পরিদর্শনে সামশুল হক এমপি ৭০ কোটি টাকা ব্যায়ে স্মুইচগেইট ও বেড়িবাঁধের ফলে মানুষের কষ্ঠ লাঘব হয়েছে

     

পটিয়ায় পানি উন্নয়ন বোর্ডর অধীনে প্রায় ৭০ কোটি টাকা ব্যায়ে কৈয়গ্রাম-মালিয়ার-বাকঁখাইন-ভান্ডারগাও পর্যন্ত বন্যা নিয়ন্ত্রন, নিশ্কাশন ও সেচ প্রকল্পের শেষ পর্যায়ে উত্তর দেয়াং খালের উপর ড্রেনেজ স্মুইচ গেইট নির্মান এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী।
পরিদর্শনকালে সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেছেন, ৭০ কোটি টাকা ব্যায়ে চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় বেড়িবাধ ও স্মুইচ গেইট নির্মানের ফলে মালিয়ারা, মহিরা, নিশ্চিন্তাপুর, বাকখাইন, ভান্ডালগাঁও, দক্ষিন জিরিসহ পার্শবর্তী এলাকায় এবার পানিতে মানুষ কষ্ঠ পায়নি। বেড়িবাধ ও স্মুইচ গেইট তাদের রক্ষা করেছে। চাষাবাদ ও ফসলের কোন প্রকার ক্ষতি সাধিত হয়নি। বেড়িবাধ উন্নয়ন প্রকল্পের কাজ ইতিমধ্যে ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। চলমান বাকী ২০ ভাগ কাজ সম্পন্ন হলে ভেল্লাপাড়া, কৈয়গ্রাম, সাইদাইর, জিরি থানামহিরা সহ পার্শবর্তী অঞ্চল পানির প্রভাব থেকে মুক্তি পাবে।
পরিদর্শনকালে সাথে ছিলেন, পটিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, পল্লী বিদ্যুত সমিতি-১ এর সাবেক সভাপতি আলমগীর খালেদ, জিরি ইউপি চেয়ারম্যান আবুল কালাম ভোলা, উপজেলা আ’লীগ নেতা এম এজাজ চৌধুরী, আবদুল্লাহ আল হারুন, এহসানুল হক, ফোরকান, ইফতেখার আরফাত মনু, উপজেলা ছাত্রলীগ সভাপতি কোরবান আলী, আবুল কাসেম আকাশ, জিয়াউদ্দিন বাবলু, মো. মহিউদ্দিন, সরওয়ার, কাসেম, তৈয়ব, শফিকুল ইসলাম, রাসেল, রাজু প্রমুখ।

 

শেয়ার করুনঃ

Leave a Reply