২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৫৫/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ‘সী পাওয়ার কনফারেন্সে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

     

ঢাকা, ০৮ অক্টোবর ২০১৭

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ‘সী পাওয়ার কনফারেন্সে অংশগ্রহণ শেষে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, বিসিজিএম, এনডিসি, পিএসসি গত শনিবার (০৭-১০-২০১৭) রাতে দেশে ফিরেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌ প্রধানকে স্বাগত জানান।

অস্ট্রেলিয়া সফরকালে নৌ প্রধান ‘সী পাওয়ার কনফারেন্সে-২০১৭ ছাড়াও ‘ইন্টারন্যাশনাল মেরিটাইম কনফারেন্সে এবং ‘প্যাসিফিক ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সপোজিশন-২০১৭ এ অংশগ্রহণ করেন। এ সময় নৌপ্রধান উক্ত কনফারেন্স আগত বিভিন্ন দেশের উর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং মেরিটাইম বিশেষজ্ঞদের সাথে মত-বিনিময় করেন। তা ছাড়া সেখানে অবস্থানকালে তিনি অস্ট্রেলিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল টিম ব্যারেট ফান্সের বাহিনী প্রধান এডমিরাল খ্রিস্টোফে প্রাজুক মায়ানমার নৌবাহিনী প্রধান এডমিরাল টিন অং সান  এবং ভারতীয় নৌবাহিনী প্রধান (পার্সোনেল) ভাইস এডমিরাল একে চাওলা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, গত তিন হতে পাঁচ অক্টোবর পর্যন্ত সিডনিতে উক্ত কনফারেন্স অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়া সফরের উদ্দেশ্যে নৌ প্রধান গত ০১ অক্টোবর ২০১৭ তারিখে বাংলাদেশ ত্যাগ করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply