২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:০৭/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ

সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচন স্টাইলে কর্ণফুলী উপজেলা নির্বাচন সম্পন্ন নৌকার প্রার্থীরা বিজয়ী

     

 বিশেষ প্রতিনিধি

চট্টগ্রমের নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা সমর্থিত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী  ফারুক চৌধুরী পেয়েছেন ৪৪ হাজার ৩৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এস এম ফোরকান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৭১৭ ভোট।ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দিদারুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৪০ হাজার ৫২৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোঃ ওসমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩১০ ভোট।মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বানাজা বেগম নিশি নৌকা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫১০ ভোট,নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী উম্মে মিরজান শামিমা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৯৩৯ ভোট।

অন্যদিকে নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ভোট গ্রহণ শুরুর মাত্র ২ ঘন্টা পর সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করার ঘোষণা দেন বিএনপির প্রার্থী। এছাড়াও ভোট বর্জন করার ঘোষণা দেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ।একইভাবে গত সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র মনজুর আলম ও কর্ণফলীর নিকটতম উপজেলা আনোয়ারার নির্বাচনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিন আহমদও একই কায়দায় সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেছিলেন।

প্রসংগত,গত ২০ শে আগষ্ট কর্ণফুলী উপজেলা নির্বাচন অনুৃষ্ঠিত হওয়ার কথা থাকলেও বন্যা জনিত কারণে তা স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply