২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ১১:০০/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১১:০০ পূর্বাহ্ণ

পুলিশ, সচিব, বিচারক, সরকারি দলের নেতা, সাংবাদিকদের গাড়ি থেকেও জরিমান আদায় করলেন দুদক চেয়ারম্যান

     

রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে পুলিশের সহযোগিতায় উল্টো পথে চলা গাড়ি আটকাতে অভিযান চালান দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।  হুট করে আজ রবিবার বিকেল চারটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে দাঁড়ালেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তার উদ্যোগে পুলিশ উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেল আটকানো শুরু করল। দুই ঘণ্টা ধরে চলা এ অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে ৫০টি যানবাহনকে। এর মধ্যে ৪০টিই সরকারি গাড়ি।

অভিযান চলাকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মোসলেহ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে যেসব গাড়িকে জরিমানা করা হয়েছে, তার মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের গাড়ি থেকে শুরু করে পুলিশ, সচিব, বিচারক, সরকারি দলের নেতা, সাংবাদিকদের গাড়িও রয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply